
বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় তরুণ গায়িকা হুয়াং সিয়াও ইয়ুনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি ১৭ বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন এবং অনেক পুরস্কার পান। তরুণ হলেও তার পরিবেশনা দুর্দান্ত। তিনি তার শক্তিশালী ও আকর্ষণীয় কণ্ঠের জন্য সবার কাছে পরিচিত।
বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনুন হুয়াং সিয়াও ইয়ুনের গাওয়া একটি সুন্দর গান 'পুরো নাম'। গানটি ২০১৭ সালে প্রকাশিত চীনের বিখ্যাত গায়িকা চাং হুই মেইয়ের একটি জনপ্রিয় প্রেমের গান। হুয়াং সিয়াও ইয়ুন নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে গানটি গেয়েছেন এবং গানে নতুনত্ব যোগ করেছেন।
বন্ধুরা, এখন গানটি শুনি। গান ১
হুয়াং সিয়াও ইয়ুন ১৯৯৮ সালে চীনের কুইচৌ প্রদেশের লোংপিং জেলায় জন্মগ্রহণ করেন। খুব ছোট থেকেই তার অসাধারণ সংগীত প্রতিভা দেখা যায়। তার মা-বাবা সংগীতের শিক্ষক ছিলেন। তাই, হুয়াং সিয়াং ইয়ুন ৩ বছর বয়স থেকে তাদের কাছে থেকে সংগীত ও ড্রাম বাজানো শিখতে শুরু করেন। প্রাথমিক স্কুল পাসের পর আরও ভালো সংগীত প্রশিক্ষণ গ্রহণের জন্য তিনি জন্মস্থান থেকে প্রাদেশিক রাজধানী কুই ইয়াং শহরে যান। এরপর তিনি চীনা সংগীত অ্যাকাডমিতে ভর্তি হয়ে গান গাওয়া শিখেন। ২০১৪ সালে হুয়াং সিয়াও ইয়ু স্কুলের সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন।
বন্ধুরা, এখন তার কণ্ঠে একটি সুন্দর গান 'তোমার উত্তর' শুনুন। গান ২
২০১৫ সালে হুয়াং সিয়াও ইয়ুন চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান 'ভয়েস অফ চায়নাতে' অংশগ্রহণ করেন। ফাইনাল পর্যন্ত যেতে না পারলেও তার চমত্কার পারফরমেন্স বিচারকদের প্রশংসা পায়। এই অনুষ্ঠানের পর ওয়াং সিয়াও ইয়ুন বেশ পরিচিত হয়ে ওঠেন।
বন্ধুরা, এখন ওই সংগীত অনুষ্ঠানে হুয়াং সিয়াও ইয়ুনের গাওয়া একটি সুন্দর গান 'তুমি' শুনবো। গান ৩

গান গাওয়ার পাশাপাশি হুয়াং সিয়াও ইয়ুন ২০১৬ সালে টিভি নাটকেও অভিনয় করেন। ২০১৭ সালে তিনি তার প্রথম ব্যক্তিগত গান 'যুদ্ধ' প্রকাশ করেন এবং গানটি জনপ্রিয় হয়। ২০১৮ সালে হুয়াং সিয়াও ইয়ুন কুইচৌ প্রদেশের সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। এতে তিনি পপ গান গ্রুপের রানার্স-আপ এবং বেল ক্যান্টো গ্রুপে চ্যাম্পিয়ন হন। পপ ও বেল ক্যান্টো সংগীতের পাশাপাশি সংখ্যালঘু পুই জাতির মানুষ হিসেবে তিনি ভালো লোকসংগীতও গাইতে পারেন।
বন্ধুরা, এখন শুনুন ২০১৭ সালে প্রকাশিত তার একটি সুন্দর গান 'আরও ভালোবাসা যায়?'। গান ৪
২০১৯ সালে থেকে ছোট-বড় বিভিন্ন সংগীত অনুষ্ঠানে হুয়াং সিয়াও ইয়ুনের চমত্কার পারফরমেন্স করে আসছেন। তিনি অনেক চলচ্চিত্র ও টিভি নাটকে গান পরিবেশন করেছেন। তার শক্তিশালী ও পরিষ্কার কণ্ঠ আজকাল অনেকেই পছন্দ করে। ২০১৯ সালে তিনি পাইতু সংগীত প্রতিযোগিতায় রানার্স-আপ হন এবং বিশেদের জনপ্রিয় প্রযোজক অ্যালেন ওয়াকারের সঙ্গে নতুন গান 'Sad Sometimes' প্রকাশ করেন। বন্ধুরা, এখন এই সুন্দর গান 'Sad Sometimes' শুনব। গান ৫
২০২০ সালে হুয়াং সিয়াও ইয়ুন চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান 'গায়কে' অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তার চমত্কার পারফরমেন্স অনেকের দৃষ্টি আকর্ষণ করে এবং অনুষ্ঠানের সবচেয়ে তরুণ গায়িকা হয়েও তিনি অন্য শিল্পীদের পরাজিত করেন। বন্ধুরা, এখন অনুষ্ঠানে হুয়াং সিয়াও ইয়ুনের গাওয়া খুব সুন্দর একটি গান 'সব কিছু দিয়ে তোমার ভালোবাসার প্রতিদান দেবো' শুনবো। গানটি চীনের জনপ্রিয় একটি চলচ্চিত্রের থিম সং। এটি ২০০৭ সালে চীনের শ্রেষ্ঠ চলচ্চিত্রের গানের পুরস্কার পায়।
বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ৬
বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে হুয়াং সিয়াও ইয়ুনের কণ্ঠে আরও একটি সুন্দর গান 'খুলে দেয়' শুনবো। আশা করি তার গানগুলো আপনাদের ভালো লাগছে।
গান ৭
বন্ধুরা, আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লাগছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।
(তুহিনা/তৌহিদ/ছাই)






