বাংলাদেশ লঞ্চডুবিতে নিহত ৩৩জন
  2020-06-30 19:00:30  cri

জুন ৩০: গতকাল (সোমবার) সকাল সাড়ে নয়টার দিকে বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড নামের লঞ্চটি ডুবে যায়। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহতভাবে চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ৩০ সেকেন্ডের মধ্যে উল্টে গিয়ে নদীতে ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চ।

বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনার ভিডিও দেখেন। তিনি বলেন, এটি দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত ঘটনা। ময়ূর ২ লঞ্চ-এর মালিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন ব্যুরো জাহাজ দুর্ঘটনা তহবিল থেকে নিহতের প্রতিটি পরিবারকে দেড় লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে। ঢাকা প্রশাসনিক এলাকায় প্রতিটি নিহত মানুষের দাফনে ২০ হাজার টাকা দেবে কর্তৃপক্ষ। এ ঘটনার তদন্তে সরকার সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে; কমিটি সাত দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040