থাইল্যান্ডে প্রচুর চীনা ও প্রবাসী চীনা বসবাস করছেন। তাদের পরিবারগুলোতে বিভিন্ন ঐতিহ্যবাহী চীনা উত্সবকে অনেক গুরুত্ব দেওয়া হয়। ড্রাগন বোট ফেস্টিভাল উপলক্ষ্যে থাইল্যান্ডে চায়না মিডিয়া গ্রুপের রিপোর্টার লি মিন একটি চীনা পরিবার পরিদর্শন করেন। আসুন তারা কীভাবে তাদের ছুটি কাটিয়েছে এবার তা শুনি।
৩০ বছর বয়সী চৌ ইউয়ানশেং একটি ঐতিহ্যবাহী চীনা পরিবারে বেড়ে উঠেছেন। তার দাদা-দাদি প্রায় ১০০ বছর আগে দক্ষিণ চীন থেকে থাইল্যান্ডে পাড়ি জমান। তার বাবা-মা থাইল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোট থেকেই তাঁর দাদির কাছে বেড়ে ওঠেন এবং তিনি চিরাচরিত ঐতিহ্যবাহী সংস্কৃতির সংস্পর্শে এসেছিলেন।
চৌ ইউয়ানশেংয়ের বাবা চৌ হেলিং সাংবাদিকদের বলছিলেন যে, থাইল্যান্ডের চীনারা সবাই ড্রাগন বোট উত্সব উদযাপন করে এবং থাইল্যান্ডে দুই ধরনের চোংয্যি পাওয়া যায়।
শিশুরা যাতে চাইনিজ ঐতিহ্য ভুলে না যায় এবং বিভিন্ন ঐতিহ্যবাহী চীনা উত্সব মনে রাখার জন্য তাদের বাবা-মা অনেক চেষ্টা করেন। এ সম্পর্কে চৌ ইউয়ানশেংয়ের মা ওয়াং আইজেন সাংবাদিকদের বলেন, শিশুরা ছোটবেলা থেকেই তাদের প্রবীণদের সাথে বিভিন্ন ঐতিহ্যবাহী কার্যকলাপে অংশ নেয় এবং বাচ্চারা দাদা-দাদি যা করে তার অনুসরণ করে। বিশেষত ছোট ছেলে চৌ ইউয়ানশেং, তার দাদীর কাছ থেকে প্রচুর চীনা চিন্তাভাবনা ও ঐতিহ্যবাহী রীতিনীতি শিখেছে। এসব শিক্ষা তার জীবন, অধ্যয়ন এবং কাজের উপর বিশাল প্রভাব ফেলেছে।
চৌ বলেন, আমি আশা করি, চীনা বংশধররা তাদের মূলকে ভুলে যাবে না এবং তাদের পূর্বপুরুষদের মনে রাখবে; যাতে চীনের দুর্দান্ত ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত বয়ে চলে।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)