তুরস্কের ইজমিরে প্রবাসী চীনা সমিতির চেয়ারম্যান ওয়াং সিং সংবাদদাতাকে বলেন, এটি অবিস্মরণীয় হওয়ার কারণ হলো এ বছরের ড্রাগন বোট ফেস্টিভালে তিনটি খুশির জিনিস রয়েছে। প্রথমটি হলো, তুরস্কে চীনা দূতাবাসে স্থানীয় চীনা ও প্রবাসী চীনারা তৃতীয় দফায় 'প্রেমের সঙ্গে উপহার প্যাক' পাঠিয়েছে। দ্বিতীয়ত, মাস্ক ছাড়াও 'ভালোবাসার উপহার প্যাকের' সঙ্গে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া প্রতিরোধে কিছু ওষুধও রয়েছে। তৃতীয়ত, তুরস্কের আঙ্কারায় কুয়াংচৌ উইয়াং হোটেল প্রায় হাজার কিলোমিটার দূরের ড্রাগন বোট ফেস্টিভালের খাবার চোংয্যি উপস্থাপন করেছে; প্রবাসী চীনা হোমসিকদের কিছুটা 'বাড়ির স্বাদ' দেওয়ার জন্য এ চেষ্টা।
চেয়ারম্যান ওয়াং সিং বলেন, মহামারীর সময় তুরস্কের চীনা ও প্রবাসী চীনারা একে অপরকে সমর্থন দিয়েছিল, যা ছিল অনেক আন্তরিক ও গুরুত্বপূর্ণ।
ইজমিরে ওয়াং জিওয়েন এই 'ভালোবাসার প্যাক' গ্রহণ করে দারুণ খুশি! তিনি বলেন, চোংয্যি ও ওষুধ চীনে খুবই সাধারণ বিষয়; কিন্তু তুরস্কে এটি পাওয়া খুব কঠিন। বিশেষ করে মহামারীর সময় এই উপহার পেয়ে আমি আমার মাতৃভূমি ও স্বদেশবাসীর ভালোবাসা অনুভব করেছি।
তুরস্কের বর্তমান মহামারি পরিস্থিতি এখনও আশঙ্কাজনক। তবে তুরস্কে চীনা দূতাবাস, সিছুয়ান ওভারসিজ চায়না ফেডারেশন, আঙ্কারা কুয়াংচৌ উইয়াং হোটেল এবং ইজমির প্রবাসী চীনা সমিতির যৌথ উদ্যোগে "লাভ গিফট প্যাক" স্থানীয় চীনা এবং প্রবাসী চীনাদের "অবিস্মরণীয়" ড্রাগন বোট উত্সব উপহার দিয়েছে।