সিএমএসডি'র কাছে প্রয়োজনীয় চিকিত্সাসামগ্রী হস্তান্তর করেছে চীনা দূতাবাস
  2020-06-30 11:54:54  cri

জুন ৩০: গতকাল (সোমবার) বাংলাদেশের সিএমএসডি'র কাছে ৯ সেট 'হাই-ফ্লো রেসপিরেটরি হিউমিডিফিকেশান থেরাপিউটিক ইন্সট্রুমেন্ট' হস্তান্তর করে ঢাকায় চীনা দূতাবাস। দূতাবাসের মিনিস্টার ইয়ান হুয়া লুং এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে মিনিস্টার ইয়ান বলেন, বর্তমানে বাংলাদেশের মহামারী পরিস্থিতি কঠোর। স্থানীয় হাসপাতালগুলোতে এ ধরনের যন্ত্রের অভাব প্রকট। এ খবর পেয়ে চীনা দূতাবাস চীন থেকে ৯ সেট যন্ত্রপাতি ও উপকরণ কিনে এনেছে। সুপ্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের সাথে হাতে হাত রেখে মহামারী প্রতিরোধ করতে চায় চীন।

এসময় চীন সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান। তিনি বলেন, চীন চিরদিনই বাংলাদেশের আস্থাবান বন্ধু ছিল এবং থাকবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040