বাগান বা গার্ডেন খুবই সাধারণ বিষয়, তাইনা? তবে চীনের দক্ষিণাঞ্চলের প্রাচীন বাগানগুলো বিশেষ নির্মাণশৈলীর জন্য বিখ্যাত। আজকের পাঠে চীনের বিখ্যাত আধুনিক সাহিত্যিক ও শিক্ষাবিদ ইয়ে শেং থাও সহজ ভাষায় সংক্ষিপ্তভাবে চীনের সুচৌ শহরের ঐতিহ্যবাহী চীনা বৈশিষ্ট্যময় বাগানের পরিচয় তুলে ধরেছেন।
সুচৌ চীনের চিয়াংসু প্রদেশের একটি শহর। এটি ইয়াংজি নদীর ব-দ্বীপ অঞ্চলে অবস্থিত। সুচৌ হচ্ছে চীনের উ সংস্কৃতির উৎসস্থল; এর প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস আছে। প্রাচীনকালে সুচৌ নগরী অর্থনৈতিক সমৃদ্ধি ও সুন্দর দৃশ্যের জন্য অনেক বিখ্যাত ছিল, এমনকি সুচৌকে 'পৃথিবীর স্বর্গ' বলা হতো। তাই অনেক সাহিত্যিক, ব্যবসায়ী ও কর্মকর্তা সুচৌতে এসে বাস করতেন ও বাসা তৈরি করতেন। তাদের বাসায় নানা ঘর ছাড়াও সুন্দর সুন্দর বাগান ছিল। আর বাগান নির্মাণে বিশেষ ও অসাধারণ নকশা করা হতো। এসব বাগানে আছে অদ্ভুত পাথর দিয়ে তৈরি কৃত্রিম ছোট পাহাড়, আঁকাবাঁকা পথ, পুকুর, পটমণ্ডপ, বিভিন্ন ধরনের ফুল-ফলের গাছ; আর এসব কিছুর এক দারুণ সমন্বয় করা হয়েছে সেখানে। বাগানগুলোর বৈশিষ্ট্য বিভিন্ন রকমের। তবে সব বাগানে ঐতিহ্যবাহী চীনা দর্শন ও সাংস্কৃতিক উপাদান দেখা যায় এবং মানবজাতি ও প্রকৃতির সুষম অবস্থানের ধারণা প্রতিফলিত হয়। বর্তমান সুচৌ শহরের ৯টি প্রাচীন চীনা বৈশিষ্ট্যময় বাগান বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে; আর সুচৌ চীনের বিখ্যাত পর্যটন শহর।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
园林yuán lín চীনা বৈশিষ্ট্যময় বাগান 花园 huā yuán বাগান/গার্ডেন 逛花园 বাগানে ঘুরে বেড়ানো guàng huā yuán
设计 shè jì নকশা 独特的设计 tè bié de shè jì বিশেষ নকশা 设计工程 shè jì gōng chéng প্রকল্প নকশা করা 设计房间 shè jì fáng jiān ঘর নকশা করা
建造 jiàn zào নির্মাণ করা 建造花园jiàn zào huā yuán বাগান নির্মাণ করা 建造高楼 jiàn zào gāo lóu উচ্চ ভবন নির্মাণ করা
特点 tè diǎn বৈশিষ্ট্য 这个花园有什么特点?zhègè huā yuán yǒu shěn me tè diǎn? এই বাগানের কি কি বৈশিষ্ট্য আছে?