'নাচনেওয়ালীর অশ্রু'
  2020-06-29 13:11:34  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের একজন নারী কন্ঠশিল্পীর পরিচয় দেবো। তিনি হলেন হান বাও ই। তিনি ১৯৬৫ সালের পয়লা জুন জন্মগ্রহণ করেণ। গত শতাব্দীর আশির দশকে তিনি 'গোলাপী রঙের স্মৃতি' নামের গান দিয়ে সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে এ গান। গানটি ১৯৮৭ সালে রিলিজ হয়। তখন চীনের বিভিন্ন জায়গায় গানটি শোনা যেতো। গানটি আনন্দময় ও মিষ্টি। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন হান বাও ই'র কন্ঠে 'গোলাপী রঙের স্মৃতি' শীর্ষক গান। হান বাও ই'র আসল নাম জিয়াং ছিয়ং জুয়ান। তাঁর আরো দু'টি বড় ভাই ও চার বড় বোন আছে। হান বাও ই'র গানে আনন্দ আছে, মিষ্টি সুর আছে, আবার আছে দুঃখের কথা। আগিলা জমানার কিছু ভালবাসার গান হান বাও ই পুনরায় গাওয়ার পর তা জনপ্রিয়তা পায়। তাঁর গান শুনলে মনে হয়, আস্তে আস্তে গল্প শুনছি। শুনলে মনে হয়, আগের যুগে ফিরে গেছি। এখন শোনাবা তাঁর কন্ঠে 'নাচনেওয়ালীর অশ্রু' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হান বাও ই'র কন্ঠে 'নাচনেওয়ালীর অশ্রু' শীর্ষক গান। তিনি ছোটবেলা থেকে গান গাওয়ার ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছেন। ১৯৮১ সালে হাইস্কুল থেকে স্নাতক হওয়ার পর তিনি বাদ্যযন্ত্রের দোকান ও রেস্তোরাঁয় গান গওয়া শুরু করেন। তখন থেকে তিনি চীনের তাইওয়ানে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন এবং সংগীত কোম্পানি'র দৃষ্টি আকর্ষণ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'অসহায় চিন্তাভাবনা' শীর্ষক গান। গানটি ১৯৮৬ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হান বাও ই'র কন্ঠে 'অসহায় চিন্তাভাবনা' শীর্ষক গান। ১৯৮৬ সালে তিনি তাইওয়ানের একটি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছরে তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি চীনের হংকং ও তাইওয়ান এবং সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রকাশিত হয়। অ্যালবামটি তখন অনেক জনপ্রিয় ছিল। এখন শোনাবো তাঁর কন্ঠে 'অতীতকে কেবল স্মরণ করা যায়' শীর্ষক গান। গানটি একটি পুরানো গান, ১৯৭০ সালে রিলিজ হয়। প্রথম গেয়েছেন তাইওয়ানের কন্ঠশিল্প ইউয়ৌইয়া। আশা করি, আপনারা হান বাও ই'র কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হান বাও ই'র কন্ঠে 'অতীতকে কেবল স্মরণ করা যায়' শীর্ষক গান। ১৯৮৫ সালে হান বাও ই'র সংগীত কোম্পানি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ১৯৮২ সালের পর তাইওয়ানে'র লোকসংগীত এতো জনপ্রিয় ছিল না। তিনি সিঙ্গাপুরের একটি কোম্পানিতে যোগ দেন। ১৯৮৫ সালে তিনি শতাধিক গান প্রকাশ করেন। এতে পুরানো ও লোকসংগীত অন্তর্ভুক্ত হয়। এখন শোনাবো তাঁর কন্ঠে 'তুমি চটকদার, আমি সুন্দর' শীর্ষক গান। গানটি ১৯৮৬ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হান বাও ই'র কন্ঠে 'তুমি চটকদার আমি সুন্দর' শীর্ষক গান। তিনি ১৯৯৫ সালে ধারাবাহিক অ্যালবাম প্রকাশ করেন। এতে জাপানি লোকসংগীত ও স্থানীয় লোকসংগীত অন্তর্ভুক্ত হয়। হান বাও ই মোট ৩০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন। তাঁর প্রায় প্রতিটি অ্যালবাম অনেক জনপ্রিয়। এখন শোনাবো তাঁর কন্ঠে 'দিগন্তের নারীকন্ঠশিল্পী' শীর্ষক গান। গানটি একটি পুরানো গান, ১৯৩৭ সালে রিলিজ হয়। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040