বন্ধুরা, শুনছিলেন ছেন স্যুন নিংয়ের কন্ঠে 'তোমার বার আমার জন্য বন্ধ' শীর্ষক গান। ২০১৮ সালের এপ্রিল মাসে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৯ সালের ২০ জানুয়ারি তিনি NetEase সংগীত অনুষ্ঠানে তার গান ২০১৮ সালের শ্রেষ্ঠ দশটি সংগীতের নাম-তালিকায় অন্তর্ভুক্ত হয়। ২০১৯ সালের অগাষ্ট মাসে তিনি গ্লোবল চীনা কন্ঠশিল্পী বার্ষিক নাম-তালিকার শীর্ষস্থান লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'সবুজ' শীর্ষক গান। গানটি ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে প্রকাশিত হয়। ছেন স্যুন নিং নিজে গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন।
বন্ধুরা, শুনছিলেন ছেন স্যুন নিংয়ের কন্ঠে 'সবুজ' শীর্ষক গান। ২০১৭ সালের এপ্রিল থেকে ছেন স্যুন নিং সংগীত রচনা শুরু করেন। তিনি নিজের সংগীত ওয়েইসাইটে পোস্ট করেন। আস্তে আস্তে তাঁর গান ও তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। একই বছর তিনি ছেংদুতে গিয়ে সংগীত নিয়ে কাজ শুরু করেন। তিনি কয়েকটি সংগীত উত্সবে অংশও নেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'সিন্ড্যারেল্যা' শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটি ছেন স্যুন নিংয়ের নিজের লেখা। চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন ছেন স্যুন নিংয়ের কন্ঠে 'সিন্ড্যারেল্যা' শীর্ষক গান। ২০১৮ সালের ১৪ এপ্রিল তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'আমার কাছে আসবে না' শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। তিনি নিজে গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেন। গানটিতে বলা হয়েছে: তুমি আমার জন্য চিন্তিত হয়ো না। আমি নিজেকে বলি, তোমাকে বুঝতে পারবো। আগের ভালবাসা হারিয়ে গেছে। আমার মনে হয়, আমি খুবই বোকা। মনে হয়, আমার ভালবাসায় তোমাকে মুগ্ধ করতে পারি। এখন আমাদের গল্প শেষ করতে চাই। আমার কাছে আসবে না।
চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন ছেন স্যুয়ে নিংয়ের কন্ঠে 'আমার কাছে আসবে না' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'অজ্ঞতা' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। ছেন স্যুন নিং গানটির সুর রচনা করেন। গানটিতে বলা হয়েছে: মনে হয় নিজের সক্ষমতা নেই। তোমার পিছনে লেগে থাকি। তুমি আমাকে ভালবাসো না। সহজে হারিয়ে গেছি। দুঃখ লাগে। তোমার কাছে থাকলে আমার ক্লান্তি লাগে। কিন্তু চলে যেতে পারি না। আমি তোমার কাছে থাকতে চাই। আমার হৃদয়ে ব্যথা লাগে।
চলুন, বন্ধরা, গানি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন ছেন স্যুয়ে নিংয়ের কন্ঠে 'অজ্ঞতা' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'যে বোকা' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। তিনি গানটির কথা লেখেন এবং সুর রচনা করেন। গানটিতে বলা হয়েছে: সূর্যাস্ত, গাছের ছায়া। বাতাসে সে হালকা হাসছে। প্রতিটি সেকেন্ড আশায় ভরপুর। তোমার বার্তা কখন আসবে? নতুন দিনে তোমার জন্য সুন্দর চুলের স্টাইল তৈরি করেছি। তোমার দৃষ্টি আকর্ষণ করতে পারবো কি? আমি বোকা মেয়ে তোমার জন্য অপেক্ষা করছি।
চলুন, আমরা গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)