চীনা গায়িকা ইয়ে পেই
  2020-06-25 14:09:53  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় ব্যালাড গায়িকা ইয়ে পেই'র সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তার কণ্ঠ ও গান অনেক কোমল ও পরিষ্কার। তাকে 'চীনা ব্যালাড সংগীতের রাণী' বলা হয় এবং একসময় চীনের ব্যালাড সংগীতের নেতৃত্ব দিয়েছেন তিনি। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে ইয়ে পেই'র কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ইয়ে পেই'র জনপ্রিয় একটি গান 'সাদা পোশাকের যুগ'। গানে ভাবনাহীন স্কুলের সময়, আন্তরিক মৈত্রী ও তরুণদের অপরিপক্ব প্রেমের কথা বলা হয়েছে।

বন্ধুরা, এখন গানটি শুনুন। গান ১

ইয়ে পেই ১৯৭৪ সালে বেইজিংয়ের একটি সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারের প্রভাবে তিনি ৭ বছর বয়স থেকে পিয়েনো বাজানো শিখতে শুরু করেন, মাধ্যমিক স্কুলে সংগীত প্রশিক্ষণ নেন আর পরে চীনের সংগীত অ্যাকাডেমিতে ভর্তি হয়ে গান গাওয়া শিখেন। ১৯৯৬ সালে বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাসের পর ইয়ে পেই পেশাদার শিল্পীর খাতায় নাম লেখান। একই বছর তিনি চীনের বিখ্যাত প্রযোজক কাও সিয়াও সোংয়ের সহযোগিতায় তার প্রথম গান 'যৌবনে কোনো আফসোস নেই' প্রকাশ করেন। গানটি স্কুল জীবন ও যৌবন সম্পর্কিত একটি গান। এটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ২

১৯৯৮ সালে ডিজনির আমন্ত্রণে ই পেই চলচ্চিত্র 'মুলান'-এর জন্য থিম সোং গান। সে বছর তিনি নতুন গান 'dandelion' প্রকাশ করেন এবং চীনের সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার পান। ১৯৯৯ সালে ইয়ে পেই তার প্রথম অ্যালবাম 'সরল যুগ' প্রকাশ করেন এবং বড় সফলতা পান। এই অ্যালবামের ১০টি গানে স্কুলের ভাবনাহীন জীবন ও তারুণ্যের প্রাণশক্তি ও নির্ভেজাল মনের প্রতিফলন দেখা যায়। প্রফুল্ল সুর ও কবিতার মতো কথার জন্য এই অ্যালবাম দ্রুত ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। আর ইয়ে পেইও স্কুল ব্যালাড সংগীতের প্রধান গায়িকা হিসেবে পরিচিতি পান।

বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামের খুব সুন্দর একটি গান 'সরল যুগ'। গান ৩

২০০০ সালে ইয়ে পেই বিশ্বের বৃহত্তম সংগীত কোম্পানির মধ্যে অন্যতম ওয়ার্নার মিউজিক গ্রুপে যোগ দেন। পরে চীনের বিভিন্ন শহরে ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন। তার কনসার্ট তরুণদের বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়। সে বছর তিনি নতুন গান 'নীল' প্রকাশ করেন। গানটি চীনের বিভিন্ন সংগীত তালিকায় প্রথম স্থান দখল করে। গানের কথাগুলো খুব সুন্দর:

"ফুল এখনও ঘুমোচ্ছে।

তোমার মুখে এখনও হাসির ছোঁয়া!

পুরানো কবিতায় আজ খুঁজে পেয়েছি ভালোবাসা।

আর, তোমার গানে আকাশ হয়েছে নীল সাগর!"

বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ৪

২০০১ সালে ইয়ে পেই নতুন অ্যালবাম 'মীন' প্রকাশ করে। এই অ্যালবামে ব্যালাড সংগীত ছাড়া ক্লাসিক ও লোকসংগীতের উপাদানও রয়েছে। এই অ্যালবামে জীবন ও প্রেমের প্রতি মেয়ের রোমান্টিক কল্পনা ও সুক্ষ্ম অনুভূতি ইয়ে পেই'র পরিষ্কার কণ্ঠে সুন্দরভাবে ফুটে উঠেছে। অ্যালবামের প্রধান গান 'মীন' প্রকাশ করতেই তা অনেক জনপ্রিয় হয় এবং বিভিন্ন সংগীত পুরস্কার পায়। তিনি এই গানের জন্য অনেক বিদেশি দর্শকদের কাছে পরিচিত হন।

বন্ধুরা, এবার একসঙ্গে এই সুন্দর গান 'মীন' শুনবো। গান ৫

২০০৫ সাল, নিজের সংগীত ক্যারিয়ার উন্নয়নের শ্রেষ্ঠ সময় ইয়ে পেই গান গাওয়া বন্ধ করে বিশ্ববিদ্যালয়ে ফিরে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন। ২০১৭ সালে তিনি আবারও একটি অ্যালবাম প্রকাশ করে সবার সামনে হাজির হন। আগের প্রফুল্ল ও প্রাণশক্তিসম্পন্ন গানের চেয়ে এই অ্যালবামের গানগুলো আরো শান্ত ও আন্তরিক। বন্ধুরা, এখন এই অ্যালবামের খুব জনপ্রিয় একটি গান 'ভ্রমণের সময় তোমাকে ভালোবাসি' শুনুন। গান ৬

সংগীত জীবনে দীর্ঘ ১২ বছর কোনও নতুন গান প্রকাশ না করলেও কেউ কেউ ইয়ে পেই'র 'ব্যালাড রাণীর' অবস্থান পরিবর্তন করতে পারে নি। তার সুন্দর ব্যালাড গান সবসময় মানুষের স্কুলের সুন্দর স্মৃতি স্মরণ করিয়ে দেয়। বন্ধুরা, অনুষ্ঠান শেষে আমরা একসঙ্গে ইয়ে পেই'র আরো একটি জনপ্রিয় গান 'রামধনু' শুনবো। গান ৭

বন্ধুরা, আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান। (তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040