নিউক্লিক এসিড টেস্টের সামর্থ্য বাড়ানোর চেষ্টা করছে বেইজিং
  2020-06-24 19:38:18  cri
জুন ২৪: ১২ জুন বেইজিংয়ের সিনফাতি বাজারে কোভিড-১৯ ভাইরাসের সন্ধান পাওয়ার পর থেকে বেইজিংয়ের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিউক্লিক এসিড টেস্ট করা হচ্ছে। পাশাপাশি, নিউক্লিক এসিড টেস্টের সামর্থ্য বাড়ানোর চেষ্টাও করছে বেইজিং। বেইজিংয়ের ফ্রেন্ডশিপ হাসপাতালের থংচৌ শাখা গত মে মাসে নির্মিত পি-২ পরীক্ষাগারে বর্তমানে দিন-রাত ২৪ ঘন্টা কাজ চলছে।

এ ছাড়া, ২৩ জুন থেকে বেইজিংয়ে "ফায়ার আই" নামক নিউক্লিক এসিড টেস্ট পরীক্ষাগার চালু হয়। এই মোবাইল পরীক্ষাগার প্রতিদিন ৩০ হাজার মানুষের নিউক্লিক এসিড টেস্ট করতে পারে।

১২ থেকে ২২ জুন পর্যন্ত বেইজিংয়ের বিভিন্ন এলাকার ২৯ লাখ ৪৮ হাজার ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয় এবং ২৩ লাখ ৪২ হাজার টেস্ট করা হয়েছে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040