বেইজিংয়ের মহামারী প্রতিরোধ-পদ্ধতি ভবিষ্যতের জন্য দৃষ্টান্তস্বরূপ: বিদেশি গণমাধ্যম
  2020-06-24 19:35:49  cri
জুন ২৪: সম্প্রতি 'নিউ ইয়র্ক টাইমস'-এর খবরে বেইজিংয়ের সাম্প্রতিক মহামারী প্রতিরোধ-পদ্ধতির প্রশংসা করা হয়। খবরে বলা হয়, বেইজিং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।

নিউ ইয়র্ক টাইমস'র খবরে বলা হয়, বেইজিংয়ে যখন ভাইরাস ছড়িয়ে পড়ে, তখনই পৌর সরকার ব্যবস্থা নেয়। মহামারীসংশ্লিষ্ট প্রধান বাজার বন্ধ করে দেওয়া হয় এবং কাছাকাছি আবাসিক এলাকার ৪০টিরও অধিক ভবন লকডাউন করা হয়। বাজারটি যেখানে অবস্থিত—সেই ফেংথাই এলাকায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়।

খবরে বলা হয়, এর আগে কয়েক মাসে চীন সরকার মহামারী প্রতিরোধের প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করে। যদি বেইজিংয়ের এবারের মহামারী প্রতিরোধ-পদ্ধতি সফল হয়, তবে তা ভবিষ্যতের জন্য দৃষ্টান্তস্বরূপ হবে।

খবরে আরও বলা হয়, বেইজিং পৌর সরকার এখনও মহামারী প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছে। এখন নতুন আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে। বিশ্বাস করা যায়, বেইজিং দ্রুতই মহামারীর সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসবে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040