জার্মানিতে ১৯তম 'চাইনিজ ব্রিজ' বিশ্ব কলেজ শিক্ষার্থীদের চীনাভাষা প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে
  2020-06-23 09:11:02  cri

জার্মানি সময় ১৩ জুন ১৯তম 'চাইনিজ ব্রিজ' বিশ্ব কলেজ শিক্ষার্থীদের চীনাভাষা প্রতিযোগিতা-২০২০ অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। জার্মানির বিভিন্ন শহর থেকে তেরোটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চীনা ভাষায় ভাষণ, প্রশ্নোত্তর এবং প্রতিভা প্রদর্শনের মাধ্যমে চীনা সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা তুলে ধরেছে।

নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারীর কারণে এ বছরের 'চায়না ব্রিজ' প্রথমবার অনলাইনে আয়োজিত হয়।

তীব্র প্রতিযোগিতার পর, ডুইসবার্গ-এসেন বিশ্ববিদ্যালয়ে পূর্ব এশীয় স্টাডিজে অধ্যয়নরত ছাত্র হাইইয়াং চ্যাম্পিয়ন হন। অগাস্টে ১৯তম 'চাইনিজ ব্রিজ' বিশ্ব কলেজ চাইনিজ প্রতিযোগিতার ফাইনালে তিনি জার্মানির প্রতিনিধিত্ব করবেন। হাইইয়াং বলেন, আমি পাঁচ বছর ধরে চীনা ভাষা নিয়ে পড়াশোনা করলেও, এই প্রথমবারের মতো 'চীনা সেতু' প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমি এবার চ্যাম্পিয়ন হওয়ায় সত্যিই খুশি। এটি আমার চীনা ভাষার একটি স্বীকৃতি এবং এটি আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। আমি আশা করি, আরও চীন-জার্মানি বিনিময় এবং সহযোগিতা প্রকল্পে অংশ নিতে পারব এবং চীন ও জার্মানির মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রচারে অবদান রাখতে পারব।

জার্মানিতে নিযুক্ত চীনা দূতাবাসের কাউন্সিল গুও জিনছিউ উল্লেখ করেন, এই প্রতিযোগিতাটির অনলাইনে সম্প্রচার সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়েছে। মহামারীর কোনও রাষ্ট্রীয় সীমানা নেই এবং শুধুমাত্র সংহতি ও সহযোগিতার মাধ্যমেই সব দেশ যৌথভাবে এই বিশ্ব সঙ্কট মোকাবিলা করতে পারে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040