জার্মানির মাংস কারখানায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে
  2020-06-22 18:36:58  cri
জুন ২২: গতকাল (রোববার) পর্যন্ত জার্মানির টোনিস মাংস কারখানায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেছে। এদিন ট্রেডমার্ক-ওয়েস্টফালেন রাজ্যের ক্রেইস গুটেরস্লোহ জেলা এ তথ্য জানায়।

ট্রেডমার্ক-ওয়েস্টফালেন রাজ্যের গর্ভনর মহামারীর সংক্রমণ নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টার কথা বলেছেন।

রোববার দুপুর পর্যন্ত কারখানার ৫৮৯৯ জন মানুষের টেস্টের ফলাফল প্রকাশ করা হয। এর মধ্যে ১৩৩১ জন পজেটিভ হন। তাদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হয় এবং ৫ জন আইসিইউতে আছেন। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040