ভারতে কোভিড-১৯ মহামারীর অবস্থা গুরুতর, আক্রান্ত রোগী ৪ লাখ
  2020-06-22 11:00:24  cri
জুন ২২: ভারতের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল (রোববার) ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৫,৪১৩জন বেড়ে হয়েছে ৪১০,৪৬১জন। ইতোমধ্যে মারা গেছে ১৩,২৫৪জন এবং ২২৭,৭৫৬জন সুস্থ হয়ে উঠেছেন।

গত ৩ জুন ভারতে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ। এ সংখ্যা ১৮ দিনের মধ্যে দ্বিগুণ হয়ে উঠেছে। মহারাষ্ট্র ও গুজরাটের অবস্থা তুলনামূলক স্থিতিশীল, কিন্তু তামিলনাড়ু ও নয়াদিল্লীর অবস্থা অবনতি হচ্ছে। ভারত সময় রোববার দুপুর ১টা পর্যন্ত নয়াদিল্লীতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬,৭৪৬ ছাড়িয়েছে।

রোববার ছিল ষষ্ঠতম আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস। মহামারীর কারণে অনলাইনে উদযাপনী অনুষ্ঠান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র জাতির উদ্দেশ্যে দেওয়া বিশেষ ভাষণে জনগণকে মহামারী প্রতিরোধের লক্ষ্যে যোগব্যায়াম চর্চা করার আহ্বান জানান।

ভারতের বেসামরিক বিমান বিভাগ জানায়, সরকার জুলাই মাসের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করার কথা ভাবছে।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040