বন্ধুরা, শুনছিলেন সুন লু'র কন্ঠে 'ভালবাসার সম্ভাবনা' শীর্ষক গান। ২০০৬ সালের ৫ জানুয়ারিতে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটিতে মোট ১৪টি গান অন্তর্ভুক্ত হয়। এখন শোনাবো তাঁর কন্ঠে 'কফি হাউস পেরিয়ে হাঁটা' শীর্ষক গান। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। গানটির সুর উষ্ণ ও মার্জিত, পরিষ্কার ও মিষ্টি। চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন সুন লু'র কন্ঠে 'কফি হাউস পেরিয়ে হাঁটা' শীর্ষক গান। ২০০৮ সালে তিনি পঞ্চম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৫ সালে তিনি সপ্তম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৭ সালে তিনি টেন্সেন্ট ভিডিও লাইভ মিউজিকের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল অ্যালবামের পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে তিনি নতুন সংগীত প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'পৃথিবী কেমন দেখাচ্ছে' শীর্ষক গান। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন সুন লু'র কন্ঠে 'পৃথিবী কেমন দেখাচ্ছে' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'যে ভালবাসা মারা গেছে' শীর্ষক গান। গানটিতে বলা হয়েছে: হঠাত্ দেখা হয়, কিন্তু ভালবাসা বদলে গেছে। আমি বা তুমি পরস্পরকে প্রতিশ্রুতি দিয়েছি। এ ভালবাসা, পানিতে চলে গেছে। আমাদের কোন কথা নেই। অশ্রু আমার হৃদয়ে। আমি তোমার কাছ থেকে যেতে চাই না। তোমাকে দেখি, আমার চোখ থেকে অশ্রু ঝড়ে।
চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন সুন লু'র কন্ঠে 'যে ভালবাসা মারা গেছ' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে 'তুমি তোমার প্রিয় মানুষকে হারিয়েছো' শীর্ষক গান। গানটিতে বলা হয়েছে: আমি হঠাত্ আবিষ্কার করি যে, তুমি নিরীহ আমার দিকে তাকাচ্ছো। তোমার চোখে অশ্রু ভরপুর। আমি তোমার বর্তমান মুখ দেখতে পারি না। তুমি আমাদের সম্পর্ক ভেঙ্গে দিতে চাও না। আন্তরিক ভালবাসা। আমাদের ভালবাসা বাতাসে চলে গেছে।
চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন সুন লু'র কন্ঠে 'তুমি তোমার প্রিয় মানুষকে হারিয়েছো' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'বিদায় কঠিন' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। গানটির কথা হলো চীনের প্রাচীনকালে থাং রাজবংশের বিখ্যাত্ নারী কবি লি শাং ইন'র লেখা কবিতা। গানটি প্রথম গেয়েছেন হংকংয়ের নারী কন্ঠশিল্পী স্যু স্যিয়াও ফেং। তিনি প্রথম গেয়েছেন ১৯৮৮ সালে। চলুন, আমরা গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/তুহিনা)