আজকের অনুষ্ঠানে আমরা কথা বলছি ডাঃ মারুফ মোল্লার সাথে। যিনি চীনের নামকরা বিশ্ববিদ্যালয় সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় থেকে এম বি বি এস পাশ করেছেন এবং বর্তমানে তিনি গুয়াংচৌ মালিশাএডু কোম্পানিতে কর্মরত রয়েছেন । তিনি চীনে প্রায় নয়(৯) বৎসর যাবত বসবাস করছেন। তার এই দীর্ঘ নয় বছরের জীবনে তিনি চীনের জীবন ব্যবস্থা ও উন্নয়ন প্রত্যক্ষ করেছেন । তিনি এই করোনা মহামারীর একদম শুরু থেকে এখন অবধি চীনে রয়েছেন , চীনে যে কজন বাঙ্গালী চীনের এই করোনা মহামারী জয়ের প্রতক্ষ্যদর্শী রয়েছে তিনি তাদের মধ্যে অন্যতম একজন ।
"জীবন-যেমন" এর আজকের অনুষ্ঠানে আমরা ওনার এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা যার মধ্যে রয়েছে চীনের জীবন ব্যবস্থা , চীনের বিগত কয়েক বছরের উন্নয়ন এবং এই করোনা মহামারীতের সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে তা কিভাবে চীন এতো সহজে সামলে নিয়েছে তা নিয়ে আলোচনা করবো ।
বিস্তারিত শুনুন আজকের "জীবন-যেমন" অনুষ্ঠানে।