বন্ধুরা, শুনছিলেন ছেন রুই'র কন্ঠে 'বিদায়, স্যার' শীর্ষক গান। ২০০৩ সালে তিনি জাতীয় পপ সংগীত নতুন কন্ঠশিল্পী প্রতিযোগিতার হুবেই প্রদেশের রৌপ্যপদক লাভ করেন। ২০০৬ সালে তিনি নিজের গান প্রকাশ করার পর চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'যখন তুমি ছিলে না' শীর্ষক গান। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। ছেন রুই কন্ঠশিল্পী মা ছিং বিন'র সঙ্গে গানটি গেয়েছেন। গানটিতে বলা হয়েছে: যখন ফুল ফুটে, তখন আমি তোমাকে মিস করি। আমি পাহাড় ও খাঁড়িতে বাস করি। আমি নরম চন্দ্রপ্রভায় লুকিয়ে থাকতে চাই। সময় কেটে গেছে, কিন্তু তোমাকে মিস করি আগের মতোই।
চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন ছেন রুই'র কন্ঠে 'যখন তুমি ছিলে না' শীর্ষক গান। ২০০৫ সালে বিনোদন জগতে প্রবেশ করার আগে তিনি ছিলেন একটি কিন্ডারগার্টেনের শিক্ষক। তিনি ইছাং শহরের কিন্ডারগার্টেনের শিক্ষকদের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার এবং হুবেই প্রদেশের কিন্ডারগার্টেনের শিক্ষকদে শিক্ষা জ্ঞান টেলিভিশন প্রতিযোগিতার শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'শরত্কালে পাতা ফুলের মতো' শীর্ষক গান। গানটি ২০১২ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন ছেন রুই'র কন্ঠে 'শরত্কালে পাতা ফুলের মতো' শীর্ষক গান। ২০০৫ সালের জুন মাস থেকে ছেন রুই সংগীত রচনার চেষ্টা শুরু করেন। একই বছরের অক্টোবর মাসের শেষ দিকে তিনি সংগীত জগতে প্রবেশ করেন। ২০০৬ সালের এপ্রিল মাসে তিনি নিজের প্রথম গান প্রকাশ করেন। গানটি দিয়ে তিনি চীনে জন্মগ্রহণ হয়ে ওঠেন। ২০০৮ সালের ২১ ফেব্রুয়ারি তিনি ইনারমঙ্গোলিয়ার ওর্দোসে আয়োজিত মধ্য-শরত্ উত্সবের অনুষ্ঠানে গান পরিবেশন করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'ভাগ্য' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন ছেন রুই'র কন্ঠে 'ভাগ্য' শীর্ষক গান। ২০০৯ সালে তিনি 'আনন্দ চীন ভ্রমণ' নামের অনুষ্ঠানে অংশ নেন। ২০১০ সালের ১৬ অক্টোবর তিনি হ্যনান প্রদেশের লুওইয়াং নতুন এলাকার স্টেডিয়ামে আয়োজিত '২০১০ লুওইয়াং চলচ্চিত্র ও টিভি সিরিজ মিডিয়া রাত' নামের অনুষ্ঠানে অংশ নেন। একই বছরের ২ ডিসেম্বরে তিনি বেইজিংয়ে আয়োজিত চতুর্থ জাতীয় চীনা ভাষা ডিস্ক সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'নারীর অশ্রু' শীর্ষক গান। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন ছেন রুই'র কন্ঠে 'নারীর অশ্রু' শীর্ষক গান। ২০১১ সালের ২ জানুয়ারি তিনি ছাংচৌ শহরে আয়োজিত চীনা সংগীত প্রযোজক সংগীত উত্সবে অংশ নেন। একই বছর থেকে তিনি নিয়মিত বিভিন্ন টিভি কেন্দ্রের অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন। ২০১২ সালের ২৫ জুন তিনি নিজের চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'মূল্যবান' শীর্ষক গান। গানটি ২০১২ সালে ২০ এপ্রিল প্রকাশিত হয়। চলুন, আমরা গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/তুহিনা)