আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।
আকাশ: বন্ধুরা, আজ বাবা দিবস। বিশ্বের সকল বাবার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। বিশেষ করে এখন এ কঠিন সময়, কোভিড-১৯ মহামারী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, আমরা বিশ্বের সব বাবাদের জন্য প্রার্থনা করি; তারা সুস্থ থাকুন, খুশি থাকুন, নিরাপদে থাকুন ও শান্তিতে থাকুন।
আলিম: ভাই, এ বাবা দিবস কিভাবে শুরু হয়?
আকাশ: বাবা দিবস প্রায় গত শতাব্দী অর্থাত্ বিংশ শতাব্দীর প্রথমদিকে শুরু হয়। মূলত যুক্তরাষ্ট্র থেকে এই দিবসের শুরু। এখন বিশ্বব্যাপী তা পালন করা হয়। কিন্তু তার সময় বা তারিখ বিভিন্ন জায়গায় বিভিন্ন।
সবচেয়ে ব্যাপকভাবে উদযাপনের তারিখ হচ্ছে প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার। বর্তমানে বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চল এ দিনটিতে বাবা দিবস পালন করে। দিবসটি বিভিন্নভাবে উদযাপন করা হয়, যেমন- উপহার দেওয়া, পরিবারের সবাই একত্রিত হয়ে সুন্দর সময় কাটানো ইত্যাদি।
চীনের মূল ভূখণ্ডে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস নির্ধারণ করা হয়নি। কিন্তু অনেকে জুন মাসের তৃতীয় রোববার এ দিবসটি পালন করে। চীনের তাইওয়ানে অগাস্ট মাসের ৮ তারিখে বাবা দিবস পালন করা হয়।
আলিম: ভাই, অগাস্ট মাসের ৮ তারিখে কেন? এর কারণ কী?
আকাশ: কারণ অগাস্ট চীনা ভাষায় কিভাবে বলে জানেন? Ba yue, পা মানে আট, yue, মানে মাস, ba hao, মানে ৮ তারিখ। এখানে hao মানে তারিখ। এজন্য অগাস্ট ৮'র চীনা ভাষা হচ্ছে ba yue ba hao। আপনি দেখেন,এখানে দুটি ba আছে, চীনা ভাষা, বাংলা ভাষাসহ অনেক ভাষায় বাবা মানে father, এজন্য এ দিনটিতে বাবা দিবস পালন করে।
আলিম: অনেক মজার! Ba yue bai hao, বাবা দিবস।
আকাশ: বড় ভাই, আজ বাংলাদেশে বাবা দিবস পালন করে নাকি? কিভাবে এ দিবসটি পালন করে বাংলাদেশ?
আলিম: ...
আকাশ; হ্যাঁ। বন্ধুরা, আগে আমরা মাকে নিয়ে একটি অনুষ্ঠান করেছি, মনে আছে? আসলে মা-বাবা দুজনেই আমাদের জীবনের সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে কাছের মানুষ। তারা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছেন। তারা হচ্ছেন এ পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি আদর করার মানুষ। মা-বাবার কথা বললে মনে অনেক অনুভূতি তৈরি হয়।
ছোটবেলায় আমরা অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকসহ কত কি হতে চাই। কিন্তু এখন যদি কেউ জিজ্ঞাস করেন, তোমার স্বপ্ন কি? আমরা অনেকে অবশ্যই বলবো, পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকা এবং মা-বাবার সুস্থ, সুন্দর জীবন কামনা করা, তাইনা? আমাদের স্বপ্ন পরিবর্তন হয়েছে। অথবা আমরা বলতে পারি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ধীরে ধীরে জীবনের অর্থ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি জীবনে কি কি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। বড় ভাই ,আপনি কি বলেন?
আলিম:...
আকাশ: বন্ধুরা, আবারো আমরা বিশ্বের সকল বাবার সুস্থ, সুন্দর ও সুখী জীবন কামনা করি।