বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধে সশস্ত্রবাহিনীর আধুনিকায়ন প্রয়োজন : শেখ হাসিনা
  2020-06-18 18:44:50  cri

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব রেখঁই এগিয়ে যেতে চায়। তবে বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলায় সশস্ত্রবাহিনীর আধুনিকায়ন করতে হবে।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামে'র কমিশনিং অনুষ্ঠানে বক্তৃতায় এ সব কথা বলেন তিনি। দেশের বিশাল জলসীমায় অর্থনৈতিক সম্পদ রক্ষায় অন্যান্য বাহিনীর মতো নৌবাহিনীকেও ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। ক্ষমতাধর দেশগুলোও করোনা ভাইরাসের কাছে অসহায় উল্লেখ করে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে নৌবাহিনী সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040