'পিকিং মানব: মানবজাতির সর্বশেষ গোপন তথ্য' নামে চীন ও ফ্রান্সের সহযোগিতায় তৈরি প্রামাণ্য চলচ্চিত্র
  2020-06-18 18:42:32  cri

১৩ জুন 'সংস্কৃতি ও প্রকৃতি উত্তরাধিকার দিবস উপলক্ষ্যে 'পিকিং মানব: মানবজাতির সর্বশেষ গোপন তথ্য' নামে চীন ও ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি প্রামাণ্য চলচ্চিত্রের 'ক্লাউড উদ্বোধনী অনুষ্ঠান' বেইজিং ও প্যারিসে অনুষ্ঠিত হয়েছে।

চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং এবং ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্র্যাংক রিস্তার যৌথভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে আজৌল্যাই, চীনে ফ্রান্সের রাষ্ট্রদূত লরেন্ত বিলি এবং চীন ও ফ্রান্সের বিশেষজ্ঞ, পণ্ডিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

২০২১ সাল বেইজিংয়ের চৌখৌতিয়েনে 'পিকিং মানব' দেহাবশেষ আবিষ্কারের শততম বার্ষিকী এবং চীন ও ফ্রান্সের সংস্কৃতি ও পর্যটন বর্ষ। চীন ও বিশ্বের দর্শকদের কাছে প্রাচীন মানবজাতির বিবর্তনের গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়া জানানো এবং চীনের পূর্ব ইতিহাস তুলে ধরার জন্য চায়না মিডিয়া গ্রুপের চলচ্চিত্র ও টেলিভিশন নাটক আর প্রামাণ্যচিত্র কেন্দ্র এবং ফ্রান্সের জাতীয় টেলিভিশন গ্রুপের যৌথ উদ্যোগে এই প্রামাণ্য চলচ্চিত্র তৈরি হয়েছে। চীন ও ফ্রান্সের সংস্কৃতি ও পর্যটন বর্ষের একটি কার্যক্রম হিসেবে এই প্রামাণ্যচিত্র ২০২১ সালের ডিসেম্বরে প্রচারিত হবে। তখন বিশ্বের বিভিন্ন সিনেমা হল, ফ্রান্সের জাতীয় টিভি কেন্দ্রের দ্বিতীয় চ্যানেল এবং চায়না মিডিয়া গ্রুপের তথ্যচিত্র চ্যানেলে তা একযোগে প্রচারিত হবে।

মহামারী সাংস্কৃতিক সহযোগিতায় বাধা সৃষ্টি করতে পারে না এবং চীন ও ফ্রান্স 'ক্লাউডে' সভ্যতার বিনিময় চালায়।

চলতি বছর চীন ও ফ্রান্সের নেতাদ্বয় চারবার টেলিফোনে কথা বলেছেন।

৫ জুন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁর সঙ্গে ফোনালাপে বলেন, মহামারীর সামনে ঐক্য ও সহযোগিতা হলো সঠিক পথ। ঐক্যবদ্ধভাবে মহামারী প্রতিরোধে আন্তর্জাতিক সমাজকে সমর্থন করা এবং এই মহামারীর বিরুদ্ধে জয়ে চীন ও ফ্রান্সের অবদান রাখা উচিত্ বলে প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন।

সাংস্কৃতিক উত্তরাধিকারের ক্ষেত্রে সহযোগিতা হলো চীন ও ফ্রান্সের সাংস্কৃতিক সম্পর্কের মধ্যে সবচেয়ে প্রাণবন্ত ও লক্ষ্যণীয় বিষয়। এক্ষেত্রে কীভাবে সহযোগিতা জোরদার করা যায় এবং 'চীন ও ফ্রান্স' অবদান রাখতে পারে তা উল্লেখযোগ্য। 'পিকিং মানব: মানবজাতির সর্বশেষ গোপন তথ্য' নামে এ প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণকারী দল ইন্টারনেটের মাধ্যমে 'ক্লাউডে' যোগাযোগ করে এই প্রামাণ্য চলচ্চিত্রের নানা প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নেন এবং মহামারীর সময় চীন ও ফ্রান্সের সাংস্কৃতিক বিনিময়ের নতুন এক সেতু স্থাপন করেছেন।

চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া তার ভাষণে বলেন, চীন ও ফ্রান্সের মৈত্রী বেশ মজবুত। আমাদের বিনিময় ও সহযোগিতা গভীর করা, মানবসংস্কৃতির উত্স খুঁজে বের করা এবং মহামারীর সামনে মানবজাতির সভ্যতার আধ্যাত্মিক দুর্গ নির্মাণ করা উচিত্।

'পিকিং মানব: মানবজাতির সর্বশেষ গোপন তথ্য' নামে চীন ও ফ্রান্সের সহযোগিতায় তৈরি প্রামাণ্যচিত্রে সভ্যতার বিনিময় এবং পরস্পরের কাছ থেকে শেখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এতে যৌথ নির্মাণ ও উপভোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। এই থিম বর্তমান পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। চীন ও ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য তা অনুপ্রেরণাদায়ক।

ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রাংক রিস্তার তার ভাষণে বলেন, চীন ও ফ্রান্সের ঘনিষ্ঠ সহযোগিতা ছাড়া এই প্রামাণ্যচিত্র নির্মাণ করা যেত না। দু'দেশের এই প্রাণবন্ত সাংস্কৃতিক সহযোগিতার প্রতি শ্রদ্ধা জানান তিনি। তিনি বলেন, এসব সহযোগিতার মাধ্যমে হাজার বছর ধরে রাষ্ট্রীয় সীমা অতিক্রমকারী মানবজাতির যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। ফ্রান্স এবং চীনের সম্পর্কের ভিত্তি হলো অভিন্ন বিশ্বাস।

মিডিয়া কনভার্সনের এই যুগে শক্তিশালী নেতৃত্ব ও প্রভাবশালী আন্তর্জাতিক প্রথম শ্রেণীর নতুন প্রধান মিডিয়া হিসেবে গড়ে তোলা হলো চায়না মিডিয়া গ্রুপের কৌশলগত লক্ষ্য।

চায়না মিডিয়া গ্রুপের চলচ্চিত্র, টিভি নাটক ও প্রামাণ্যচিত্র কেন্দ্র এবার ফ্রান্সের জাতীয় টেলিভিশন গ্রুপের সঙ্গে সহযোগিতা করে এই প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছে এবং এর উদ্দেশ্য হলো যার যার প্রাধান্য কাজে লাগিয়ে প্রচেষ্টা চালানো।

ইউনেস্কো এই প্রামাণ্য চলচ্চিত্রের ওপর ভরসা রাখে। মহাপরিচালক আইদ্রেয় আজৌল্যাই বলেন, চৌখৌতিয়েন দেহাবশেষ মানবজাতি ও মানবজাতির বিবর্তনের প্রক্রিয়া ধারণা করা যায়। ইউনেস্কো বিজ্ঞানসম্মত খনন এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেয়। 'পিকিং মানব: মানবজাতির সর্বশেষ গোপন তথ্য' নামে এ প্রামাণ্য চলচ্চিত্র হলো আমাদের অভিন্ন গল্প এবং মহান কবিতা।

চীনে ফ্রান্সের রাষ্ট্রদূত লরেন্ত বিলি তার ভাষণে বলেন, এই প্রামাণ্য চলচ্চিত্র আরো বেশি দর্শককে পিকিং মানব সম্পর্কে খুব চমত্কার ইতিহাস জানার সুযোগ করে দেবে। দেহাবশেষে বিজ্ঞানীদের পুরাতত্ত্বের সাফল্য অনেক স্পষ্ট। এই প্রামাণ্যচিত্র নির্মাণকাজে অংশ নিয়ে ফ্রান্স খুব গর্বিত বলে তিনি উল্লেখ করেন।

'পিকিং মানব: মানবজাতির সর্বশেষ গোপন তথ্য' নামে এ প্রামাণ্যচিত্রে চীন ও ফ্রান্সের সর্বশেষ বিজ্ঞান ও গবেষণার ফলাফল এবং সর্বোচ্চ বিজ্ঞান ও প্রযুক্তিগত পদ্ধতিতে 'পিকিং মানবের' ইতিহাস তুলে ধরেছে।

ফ্রান্সের বিখ্যাত প্রামাণ্যচিত্রের পরিচালক জ্যাক মালাতেরে এ প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক হিসেবে কাজ করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পাওয়া 'পিকিং মানব: মানবজাতির সর্বশেষ গোপন তথ্য' নামে এ প্রামাণ্যচিত্র প্রাচীন পিকিং মানবের বিবর্তনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া তুলে ধরেছে এবং চীন ও ফ্রান্সের সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার নতুন অধ্যায় উন্মোচন করেছে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040