পাকিস্তানের ডন নিউজ জানায়, ১৪ জুন কুরেশি এক টুইটার বার্তায় বলেছেন, ভারতকে বুঝতে হবে যে, প্রতিবেশী দেশে ভারতের ব্যর্থতা এবং ফ্যাসিবাদী আচরণের কারণে নিজ দেশে বেশি সমস্যা সৃষ্টি হচ্ছে। ভারত সরকার আধিপত্যবাদী রাষ্ট্রের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধ সৃষ্টি কর বলে তিনি অভিযোগ করেন। ভারত প্রয়োজনীয় আত্মসমালোচনা করে নিজেদের ব্যাপারে মনোযোগ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পাকিস্তানের জিও নিউজ ১৬ জুন জানায়, এক সাক্ষাত্কারে কুরেশি বলেছেন, ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি করা এবং নেপালের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকায়, সাম্প্রতিক পদক্ষেপগুলো কৌশলগত আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে বাধা সৃষ্টি করেছে। জনগণ ভারতের কূটনীতি নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
(লিলি/তৌহিদ/শুয়েই)