সীমান্ত এলাকায় ভারতের উস্কানি সম্পর্কে তীব্র প্রতিবাদ জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
  2020-06-17 19:22:44  cri

জুন ১৭: আজ (বুধবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেছেন। এসময় সীমান্ত এলাকায় দিল্লির উস্কানি সম্পর্কে তীব্র প্রতিবাদ জানান ওয়াং ই।

ওয়াং ই বলেন, সোমবার রাতে ভারতের সীমান্ত সেনারা দু'পক্ষের সমঝোতাকে ভেঙে দেয় এবং গালওয়ান সঙ্কীর্ণ উপত্যকার পরিস্থিতি উন্নয়নের পর্যায়ে আবারও নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে উস্কানি দেয়। এসময় তারা চীনা সেনাদের ওপর সহিংস আক্রমণ চালায়। এর ফলে হতাহতের ঘটনা ঘটে। ভারতের এমন আচরণ দু'দেশের সীমান্ত সমস্যা সম্পর্কিত চুক্তির লঙ্ঘন, তা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মও লঙ্ঘন করেছে। চীন আবারও ভারতকে এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানায়। চীন ভারতকে অবিলম্বে এই ঘটনার তদন্ত করা, দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া, ফ্রন্টের সেনাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, উস্কানিমূলক আচরণ একদম বন্ধ করা এবং এমন ঘটনা পুনরাবৃত্তি না করার জোর দাবি জানায়। ভারত চীনের নিজের ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষা করার দৃঢ়তাকে ছোট করে না-দেখার পরামর্শ দেয়।

জয়শঙ্কর ভারতের অবস্থান ব্যাখ্যা করেন এবং বলেন যে, ভারত দু'পক্ষের সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সীমান্ত সমস্যা সমাধান করতে চায়।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040