মহামারী প্রতিরোধে পাকিস্তানকে ষষ্ঠ দফায় সামগ্রী দিয়েছে চীন
  2020-06-17 16:44:06  cri
জুন ১৭: চীন সরকার গতকাল (মঙ্গলবার) মহামারীর প্রতিরোধে পাকিস্তানকে ষষ্ঠ দফায় বিভিন্ন সামগ্রী পাঠিয়েছে। এসব সামগ্রী এদিন ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

চিকিত্সাসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় দুর্যোগ পরিচালনা ব্যুরোর চেয়ারম্যান চীন সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পাকিস্তান ও চীন আপন ভাইয়ের মতো। পাকিস্তানের যে কোনও সমস্যায় চীন সরকার ও জনগণ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পাকিস্তান ও চীনের মৈত্রী ভবিষ্যতে গভীরতর হবে বলে তিনি বিশ্বাস করেন।

পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত ইয়াও চিং বলেছেন, চীন ও পাকিস্তান পরস্পরের সহায়তাকারী, নির্ভরশীল ভাই ও অংশীদার। পাকিস্তানে মহামারী প্রাদুর্ভাবের পর থেকে চীন বিভিন্ন উপকরণ ও চিকিত্সক পাঠিয়েছে। মহামারী প্রতিরোধের সুযোগে চীন-পাকিস্তান মৈত্রী গভীরতর হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে পাকিস্তানের মহামারী পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। মহামারী প্রতিরোধ এবং অর্থনৈতিক উন্নয়ন পুনরুদ্ধারে পাকিস্তানকে অব্যাহতভাবে সাহায্য করতে চায় চীন।

উল্লেখ্য, ষষ্ঠ দফায় চীন ৬৮ টন উপকরণ পাঠিয়েছে; যা এখন পর্যন্ত পাকিস্তানকে দেওয়া সবচেয়ে বড় সহায়তা।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040