গরমকালের বাতাস
  2020-06-17 10:24:53  cri


জুন মাস থেকে চীনের আবহাওয়া ক্রমেই গরম হয়ে ওঠে; অর্থাত্ গ্রীষ্মকাল হাজির হয়। গ্রীষ্মকাল সম্পর্কে আপনার অনুভূতি কেমন? পছন্দ বা বিরক্তিকর যাই হোক-না-কেন, গরমকালের নিজস্ব বৈশিষ্ট্য আছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে গরমকাল সম্পর্কিত কিছু সুন্দর চীনা গান শুনবো।

অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো গরমকাল সম্পর্কে খুব মিষ্টি ও কোমল একটি প্রেমের গান, গানের নাম 'গরমকালের বাতাস', গেয়েছেন চীনা গায়িকা উন লান। গানটি ২০০৪ সালে প্রকাশিত হয়; আর এখন পর্যন্ত অনেক জনপ্রিয়। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ১

গরমকাল উল্লেখ করলে নিশ্চয়ই একটি চীনা গানের কথা বলতে হয়, গানের নাম 'ছি লি সিয়াং' বা 'daphne odera', গেয়েছেন চীনের বিখ্যাত গায়ক চৌ চিয়ে লুন। কারণ গানটি গরমকালে প্রকাশিত হয়, গরমকালে একটি প্রেমের গল্প বলা হয়। তা ব্যাপক জনপ্রিয়। চলুন গানটি শুনি। গান ২

গরমকাল হচ্ছে গার্ডেনিয়া ফুল ফোটার মৌসুম। এই ঋতুতে চীনের দক্ষিণাঞ্চলীয় পার্কে বা পথের পাশে অহরহ (উচ্চারণ- অহোরহো) গার্ডেনিয়া ফুল দেখা যায়। সুন্দর সাদা পাপড়ি ও বিশেষ সুগন্ধের জন্য গার্ডেনিয়া চীনে অনেক জনপ্রিয়। গার্ডেনিয়ার সুগন্ধ মানেই বুঝবেন গরমকাল এসেছে। অনেক মানুষও এই ফুল দিয়ে নিজদের বাসা সাজায়। এই ফুলের অর্থ 'চিরদিনের ভালবাসা ও প্রতিশ্রুতি'। তাই চীনারা গার্ডেনিয়া দিয়ে শুভকামনা জানায়।

বন্ধুরা, এখন শুনুন সুন্দর একটি গান 'গার্ডেনিয়া ফুল ফোটে'। গান ৩

গ্রীষ্মকালের গরম আবহাওয়ায় আইসক্রিম ও সোডাওয়াটার খাওয়া খুব মজার ব্যাপার তাই না? গরমকালে ঠাণ্ডা খাবার খাওয়ার পাশাপাশি, 'ঠাণ্ডা সংগীতও' দরকার। বন্ধুরা, এখন একটি সুন্দর গান 'কমলা সোডাওয়াটার' শুনবো। গেয়েছে জনপ্রিয় সংগীতদল 'নান ছুয়ান মা মা'। গানটি ২০০৫ সালে প্রকাশিত হয়। গানটি শুনলে হয়তো স্কুলে সোডাওয়াটার পান করার নিশ্চিন্ত সময়ের কথা আপনার মনে পড়বে। গান ৪

অনেক চীনা মানুষের মনে গরমকালের সঙ্গে কিছু শব্দ জড়িত। যেমন এয়ার কন্ডিশনার, তরমুজ, আর বিয়ার ও সমুদ্র। এসব জিনিস গরমকালে আমাদের ঠাণ্ডা অনুভূতি দেয়। বন্ধুরা, এখন শুনবো খুব প্রফুল্ল ও মজার একটি চীনা গান, গানের নাম 'বিয়ারের সমুদ্র', গেয়েছেন হুয়াং ইয়ুন লিং। গানটি ১৯৮৭ সালে প্রকাশিত হয়। গানে রক, পপ ও ড্যান্স মিউজিকের উপাদান রয়েছে। এ ধরনের গান এক সময় চীনের রক সংগীতের প্রবণতার নেতৃত্ব দিত।

বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৫

এবার আমরা শুনবো চীনের বিখ্যাত গায়ক চৌ চিয়ে লুনের একটি জনপ্রিয় গান 'তারকাময় আকাশ'। গরমকালের রাত তারা দেখার ভালো সময়। প্রিয় মানুষটিকে পাশে নিয়ে আকাশের তারা দেখা অনেক রোমান্টিক ব্যাপার! আর এই গানে এমন একটি মিষ্টি প্রেমের গল্প বলা হয়েছে। গানটি ২০০০ সালে প্রকাশিত হয়, আর বার্ষিক শ্রেষ্ঠ গানসহ অনেক পুরস্কার পায়। বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ৬

প্রতি গরমকালে আমাদের বিশেষ স্মৃতি রয়েছে। অনেক বছর পর তা মনে করলে ভিন্ন অনুভূতি পাওয়া যায়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে আরো একটি সুন্দর গান- 'সে বছরের গরমকাল' শুনবো। আশা করি, প্রতি গরমকালে আপনার স্মরণীয় স্মৃতি তৈরি হবে। গান ৭

বন্ধুরা, আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040