১৯৯৮ সালে ছাই ই লিন এমটিভি চ্যানেলের আয়োজিত নতুন কন্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ১৯৯৯ সালের জুলাই মাসে তাঁর প্রথম গান 'এই বিশ্বের প্রতিবেশী হওয়া' প্রকাশিত হয় এবং এর মাধ্যমে তাঁর সঙ্গীতজীবন শুরু হয়।
১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে ছাই ই লিনের প্রথম ব্যক্তিগত সঙ্গীত অ্যালবাম 'জোলিন ১০১৯' প্রকাশিত হয়। ২০০১ সালে ছাই ই লিন যুক্তরাষ্ট্রের এমটিভি ভিডিও মিউজিক আওয়ার্ডসের 'তাইওয়ানের দর্শকের বাছাই' পুরস্কার লাভ করেন।
২০০২ সালে ছাই ই লিন নিজের সঙ্গীতের স্টাইল পরিবর্তন করে 'অশ্বারোহীর চেতনা' নামের অ্যালবাম প্রকাশ করেন। ২০০৩ সালে তাঁর আরেকটি অ্যালবাম 'আমার ৭২টি রূপের পরিবর্তন দেখো' বাজারে আসে।
২০০৪ সালে ছাই ই লিন নিজের গান 'Love Love love' নিয়ে হল্যান্ডের এক্সটিপস সঙ্গীত তালিকার শীর্ষ স্থান লাভ করেন। ২০০৫ সালে ছাই ই লিনের সপ্তম অ্যালবাম 'জি-গেম' প্রকাশিত হয়। এই অ্যালবাম এশিয়ায় বিক্রি হয়েছে ১০ লক্ষাধিক কপি।
২০০৬ সালে ছাই ই লিনের অ্যালবাম 'নাচুনি' রিলিজ হয়। এই অ্যালবাম নিয়ে ছাই ই লিন ১৮তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি আওয়ার্ডসের শ্রেষ্ঠ চীনা ভাষার নারী কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।
২০০৯ সালে ছাই ই লিনের অ্যালবাম 'রঙিন প্রজাপতি' প্রকাশিত হয়। ২০১০ সালে তাঁর আরেকটি অ্যালবাম 'মাইসেল্ফ' বাজারে আসে। একই বছর তাঁর 'মাইসেল্ফ' নামে বিশ্ব ট্যুর কনসার্ট শুরু হয়।
২০১২ সালে ছাই ই লিনের আরেকটি অ্যালবাম 'মিউস' প্রকাশিত হয়। এই অ্যালবামের গান 'বড় শিল্পী' নিয়ে ছাই ই লিন ২৪তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ বার্ষিক গানের পুরস্কার লাভ করেন।
২০১৪ সালে ছাই ই লিনের ১৩তম অ্যালবাম 'প্লে' প্রকাশিত হয়। পরের বছরে তাঁর 'প্লে' নামের বিশ্ব ট্যুর কনসার্ট আয়োজিত হয়। তিনি সঙ্গে সঙ্গে ২৬তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ চীনা ভাষার অ্যালবামের পুরস্কার লাভ করেন।
২০১৫ সালে ছাই ই লিনের অ্যালবাম 'UGLY BEAUTY' রিলিজ হয়। এই অ্যালবাম নিয়ে তিনি ৩০তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ বার্ষিক অ্যালবামের পুরস্কার জিতে নেন।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছাই ই লিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, শোনা হবে গান। (শুয়েই/আলিম/সুবর্ণা)