চীনসহ সারা বিশ্বে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮,৪১১জন বেড়ে হয়েছে ৬৯৩,২২৪জন। এ সময় পর্যন্ত সারা বিশ্বে মারা গেছে ৩৭,১৪০জন।
১. বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল সিআরআই রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি প্রফেসর আশরাফুল ইসলাম ইমেলে লিখেছেন, সুপ্রিয় মুক্তা আপু, আশা করি বেইজিং এ আপনারা সবাই ভাল আছেন। আমরা কিন্তু বাংলাদেশে মোটেও ভাল নেই। চারিদিকে শুধু করোনা ভাইরাস নিয়ে আতংক! কখন যে কার বিপদ আসে সেটা নিয়ে আমরা সবাই চিন্তিত। সরকারি নির্দেশনা মেনে আমরা এখন সবাই যার যার ঘরেই অবস্থান করছি। ইতোমধ্যে চীন সরকার করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সার্বিকভাবে সহায়তা করেছে। চীন বাংলাদেশের ঘনিষ্ঠ এক বন্ধু রাষ্ট্র। আমরা চীনের এ অবদান কখনো ভুলবোনা।
করোনা মোকাবেলা করতে বাংলাদেশকে চীনের সহযোগিতাঃ চীনের কুনমিং থেকে দশ হাজার টেস্টিং কিট, দশ হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটারসহ মেডিকেল সরঞ্জামের দ্বিতীয় চালানটি বাংলাদেশে এসে পৌঁছেছে।
২৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে চীন সরকারের একটি বিশেষ বিমানে করে কোভিড-১৯ মোকাবিলার জন্য চিকিৎসার সরঞ্জাম আনা হয়েছে। খবর ইউএনবির।
প্রশ্নঃ চীনের অভিজ্ঞতা থেকে বলুন করোনা মোকাবেলায় আমাদের প্রধান প্রধান করনীয় কী?
আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু'র প্রস্তাবে ভাইরাস প্রতিরোধ করতে পারি। এখানে আমি হু'র কয়েকটি প্রস্তাব আপনাদের কাছে তুলে ধরবো। এক. অ্যালকোহল বা তরল সাবান দিয়ে সর্বদা আপনার হাত ঘষুন বা সাবান এবং জল দিয়ে আপনার হাত ধুয়ে নিন। দুই. কাশি এবং হাঁচি দেওয়ার সময় বাঁকা কনুই বা কাগজ দিয়ে আপনার মুখ ও নাক ঢাকুন। তারপর সময়মতো কাগজ ফেলে দেন ও হাত ধুয়ে নিন। তিন. যার জ্বর এবং কাশি রয়েছে তার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলতে হবে। চার. যদি আপনি জ্বর, কাশি বা ডিসপেনিয়া হন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যান এবং চিকিত্সককে আপনার ভ্রমণের ইতিহাস জানান। পাঁচ. বর্তমান কোভিড-১৯ ছড়িয়ে যাওয়া অঞ্চলে অবস্থিত প্রাণী কেনার বাজারে জীবন্ত প্রাণী ও যে জায়গাগুলির সুরক্ষা ছাড়াই তাদের স্পর্শ করা হয়েছে তাদের সরাসরি যোগাযোগ এড়িয়ে চলতে হবে। ছয়. কাঁচা বা কম রান্না করা মাংস খাওয়া এড়িয়ে চলা উচিত। সঠিক খাদ্য বাছাই করুন। মাংস ও ডিম ভালো করে সিদ্ধ করে খান।
২. ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার দেবাশীষ গোপ ইমেলে লিখেছেন, নি হাও। ভাল আছেন নিশ্চয়ই। আমরাও ভাল আছি। তবে করোনা ভাইরাসের কারণে Lock Down হয়ে বাড়িতেই আছি সাবধানতার মধ্যে। এই সময় রেডিও ইন্টারনেটে ইত্যাদি বন্ধুর মতো কাজে আসছে। আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে এ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি পর্যালোচনা আমাদের প্রভূত উপকার সাধিত করছে। আমরা কৃতজ্ঞ। সিয়ে সিয়ে। চাই চিয়েন ।
৩. ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার প্রদীপ বসাক ইমেলে লিখেছেন, আমার প্রিয় সিআরআই বাংলা বিভাগ আশা করি আপনারা সকলে ভালো আছে। হ্যাঁ, আমিও ভালো আছি। আমার তরফ থেকে সি আর আই এর বাংলা বিভাগের সকল কে জানাই হোলির একরাশ রঙিন শুভেচ্ছা ও ভালোবাসা। আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠান প্রতিদিন শুনি এবং অন্য কেউ নাই কিন্তু ব্যস্ত থাকার কারণে আপনাদের চিঠি লেখা বা ইমেইল করা সম্ভব হয় না। আশা করছি এর জন্য মন খারাপ করবেন না তবে মাঝে মাঝে আপনাদের কাছে চিঠি লিখব আর আপনারাও উত্তর দিবেন মুক্তার কথা আসলে। আশা করছি আমার এই ইমেইলটি অবহেলায় ফেলে রাখবেন না অবশ্যই মুক্তার কথার আসরে প্রচার করবেন তাহলে ভালো লাগবে। বর্তমানে সারা বিশ্বে এখন একটাই আতঙ্ক। তাহলো করোনাভাইরাস এই ভাইরাসে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা বিপদের মধ্যে আছেন আমি আশা করব এই রোগ খুব শীঘ্রই এই বিশ্ব থেকে নির্মূল হয়ে যাবে মারাত্মক। এই ভাইরাস সম্পর্কে সিআরআই বাংলা বিভাগ যেভাবে তথ্যমূলক অনুষ্ঠান উপহার দিয়েছেন তার জন্য সি আর আই এর বাংলা বিভাগের সকলের কাছে আমি কৃতজ্ঞ করোনা। ভাইরাস সম্পর্কে নানা তথ্য পরিবেশন করা হয়েছে কিভাবে এই রোগটি ছড়ায়। সে সম্পর্কে আমাদের ধারণা দিয়ে চলেছে সিআরআই বাংলা বিভাগ এ সম্পর্কে আরও তথ্য প্রচার করলে বাধিত হব কেননা আতঙ্কের আরেক নাম করোনাভাইরাস এই ভাইরাস আর কতদিন মানুষকে কষ্ট দিবে জানিনা আমি আশা করব এই ভাইরাস আর নতুন কোন মানুষকে আক্রমণ করবে না আর এটাই যেন সত্যি হয় কারণ করোনাভাইরাস কেউ মরতে চায় না তবু তাকে মরতে হয় যাই হোক অনেক কথাই হয়তো বলে ফেললাম সিআরআই বাংলা বিভাগের কাছে আমি জানতে চাইছি চিনে সর্বপ্রথম শরীরের করোনাভাইরাস বাসা বাঁধে তার নাম কি তিনি কোন প্রদেশের লোক তিনি কি এখনো বেঁচে আছেন।
বন্ধু প্রদীপ বসাক, আপনাকে ইমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। আসলে কোভিড-১৯-এর উত্স উহানের হুয়ানান বাজার কিনা এখন ঠিকই বলা যায় না। মার্কিন তুলানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট গ্যারি সম্প্রতি মার্কিন বেতার কোম্পানি (এবিসি)-এ বলেনছেন কোভিড-১৯-এর উত্স উহানের হুয়ানান বাজার নয়। তিনি বলেন, "যদিও অনেকে বলছেন যে, উহানের হুয়ানান বাজার হলো কোভিড-১৯-এর উত্স এলাকা, কিন্তু এটি ভুল। আমাদের গবেষণা ও বিশ্লেষণ এবং অন্যান্য গবেষণা অনুযায়ী, আরো আগের উত্স আছে। উহানে আক্রান্ত বেশি, কিন্তু উহান উত্স এলাকা না।" তিনি আরও বলেন, এই ভাইরাসের দুর্বল সংস্করণ হয়ত কয়েক বছর এমন কি কয়েক দশক ধরে টিকে থাকবে ও মানুষকে ভোগাবে।
৪. ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সি আর আই লিসনাস ক্লাব অফ ইন্ডিয়া (মিতালি লিসনাস ক্লাব)-এর শিবেন্দু পাল ইমেলে লিখেছেন, আপনারা কেমন আছেন? শিশির দিদি এখন কেমন আছেন? চীন আন্তর্জাতিক বেতার এর সকল কলাকুশলি এবং শ্রোতা বন্ধু-বান্ধবীদের জানাই হোলি ও বসন্ত উত্সবের আন্তরিক প্রীতি এবং শুভেছা। বিভিন্ন শোতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিবারের ও স্থানীয় মানুষের মধ্যে আবির, রঙ দেওয়া ও মিষ্টি খাওয়ার মধ্যে দিয়ে ৯-১০ মার্চ বসন্ত উত্সব বা হোলি পালিত হয়।
চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানে ভারতের সিকিম, দার্জিলিং, দিঘা, দিল্লি সহ বিভিন্ন জায়গার বেড়ানোর বর্ণনা শুনে খুব ভাল লাগলো। এই সুন্দর জায়গা গুল আমি ভ্রমণ করেছি।
পূবের জানালা অনুষ্ঠান এ তিব্বত এর এক মা এর ২৮টি শিশু পালন করা ও সরকারের সাহায্য দান এর গল্প ও থিয়েন চিন এর বর্ণনা শুনে খুব ভালো লাগল।
মুক্তার কথা অনুষ্ঠানে ও বিভিন্ন অনুষ্ঠানে, খবরে করোনা ভাইরাস নিয়ে জানতে পেরেছি। এই রোগ থেকে মানুষ যাতে দ্রুত মুক্তি পায় তার পার্থনা করি।
৫. ভারতের পশ্চিমবঙ্গের ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান ইমেলে লিখেছেন, মুক্ত আপা, আশা করি ভালো আছেন। চীন, ইরান, ইতালি, কোরিয়া সহ এখন গোটা বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে এবং যাচ্ছে। চীনে প্রথম এ ধরণের ভাইরাস দেখা দেয় এবং চীন সরকার সময়মতো কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। চীনের এই ব্যবস্থাপনা আমাদের সকলের কাছেই শিক্ষনীয়। চীনের ব্যবস্থার প্রশংসা করেন বিশ্বের বিভিন্ন দেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। বর্তমান চীনে ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের অবস্থা খুবই ভাল। কিন্তু অন্যান্য দেশে অবস্থা গুরুতর হচ্ছে। অনেক দেশ চীনকে সহায়তা করেছে। চীনও বর্তমান অন্যান্য দেশকে ভাইরাস প্রতিরোধে সহায়তা করছে। এভাবেই আমাদের এই কোভিড-১৯ কে প্রতিহত করতে পারবো। কোভিড-১৯ এর বর্তমান অবস্থা কেমন তা মুক্তার কথা অনুষ্ঠানে তুলে ধরার সবিনয় অনুরোধ রইলো।
অনুষ্ঠান নিয়মিত শুনে যাচ্ছি এবং পাশাপাশি আপনাদের আকর্ষণীয় ও বস্তুনিষ্ঠ ওয়েব পেজ ভিজিট করছি । চীন কে জানতে চীন আন্তর্জাতিক বেতার এবং তার ওয়েব পেজ ই আমাদের একমাত্র ভরসা । আপনাদের পরিশ্রম স্বার্থক কারণ আপনাদের পরিবেশিত অনুষ্ঠান অত্যন্ত উচ্চমানের । এভাবেই অনুষ্ঠান উপহার দিয়ে যাবেন এই প্রত্যাশায় আজকের মতো ইতি -----ভালো , সুন্দর ও সুস্থ্য থাকবেন , চাই চিয়েন ।
চীন সরকার ১২০টি দেশ ও চারটি আন্তর্জাতিক সংস্থাকে সাধারণ চিকিত্সা-মুখোশ, এ৯৫ মুখোশ, প্রতিরোধমূলক পোষাক, নিউক্লিক অ্যাসিড সনাক্তকরণ বিকারক, ও ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিত্সা-সামগ্রী সরবরাহ করেছে। চীনের স্থানীয় পৌর সরকার ৫০টিরও বেশি আন্তর্জাতিক মৈত্রী শহরকে চিকিত্সা-সামগ্রী প্রদান করেছে। চীনা প্রতিষ্ঠানগুলো শতাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে চিকিত্সা-সামগ্রী দান করেছে। এ ছাড়াও, ৩০টি দেশ ও ২টি আন্তর্জাতিক সংস্থা চীনের সঙ্গে মুখোশ, প্রতিরোধমূলক পোষাক ও নিউক্লিক অ্যাসিড সনাক্তকরণ বিকারকের আমদানি চুক্তি স্বাক্ষর করেছে।
Md Monzurul Alam Ripon: করোনা নিয়ে বাংলাদেশে গুজব আর সোস্যাল মিডিয়ার ফেক নিউজে মানুষের ভেতরে আতঙ্ক কাজ করছে। চীন যেহেতু করোনা সাফল্য দেখিয়েছে। সেক্ষেত্রে সাফল্য সূত্র এবং ঘরে বসে কিভাবে করোনা মোকাবেলা করা সম্ভব, বিস্তারিত প্রত্যাশা করি। বিশেষ করোনা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন এমন চীন লোকের সাক্ষাতকার চাই। এতে অনেকের মৃত্যু আতঙ্কটা কাটবে।
Muhammad Halim: করোনা ভাইরাস প্রতিরোধে চীন কি এখন পর্যন্ত কোন প্রতিষেধক তৈরি করতে পেরেছে? যদি না হয় তাহলে চীন এ অবস্থা থেকে উত্তরনের জন্য কি কি গ্রহনযোগ্য পদক্ষেপ গ্রহন করছে?
Saiful Islam: বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় চীন করোনা ভাইরাস চড়িয়েছে অর্থাৎ করোনা ভাইরাস ছড়ানোর জন্য চীনই দায়ী, এ সম্পর্কে আপনারা কি বলেন?
Nahida Aktar Nupur: করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত জানতে চায়