বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে, মৃত্যু ১২০৯ জনের
  2020-06-15 19:07:20  cri

করোনা সংক্রমণের শততম দিনে দেশে রোগীর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় আরো ৩ হাজার ৯০ জন নতুন রোগীসহ মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৬১৯ জনে। নতুন ৩৮ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ সব তথ্য জানানো হয়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন। ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ব্যাংক কর্মকর্তাসহ মারা গেছেন ৪ জন।

এদিকে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুর পরদিন সোমবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেটের সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন আহমদ কামরান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও তথ্যমন্ত্রী তার মৃত্যুতে শোখ প্রকাশ করেছেন।

এরই মধ্যে রাজধানী ঢাকার ৪৫টি ও চট্টগ্রামের ১১টি এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। শিগগির এ সব এলাকায় বিচ্ছিন্নতা কার্যক্রম বলবৎ করা হবে। সোমবার মধ্যরাত থেকে বিচ্ছিন্ন হচ্ছে চট্টগ্রামের ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040