নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত জেলার পুলিশ কার্যালয়ের পরিচালক আদিকারি গতকাল (রোববার) জানান, গত শনিবার রাতে ব্যাপক বৃষ্টির কারণে পাহাড়ধস ঘটে। দুই পরিবারের ৯ জন এতে মাটিচাপা পড়েন। এ পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। (ইয়াং/আলিম/ওয়াং)