নেপালে নতুন মানচিত্রের বিল পাস
  2020-06-14 16:03:37  cri
জুন ১৪: নতুন মানচিত্র সম্পর্কিত সংশোধনী বিল পাস করেছে নেপালের আইনসভা। গতকাল (শনিবার) নেপালের প্রতিনিধি পরিষদ দেশটির মানচিত্র সম্পর্কিত সংশোধনী বিলের অনুমোদন দিয়েছে।

গত ২০ মে নেপালের মন্ত্রিসভা দেশটির নতুন এ প্রশাসনিক মানচিত্র প্রকাশ করে; এতে ভারতের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। সমস্যার কেন্দ্রে রয়েছে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অঞ্চল। ওই অঞ্চলগুলো ভারতের নিয়ন্ত্রণের থাকলেও তা নিজেদের বলে দাবি করছে নেপাল সরকার।

শনিবার নেপালের আইনসভার স্পিকার অগ্নি সাপকোটা বলেন, বিলটির ওপর সংক্ষিপ্ত আলোচনার পর তা সদস্যদের ভোটাভুটির জন্য তোলা হলে তা ২৭৫ ভোটের মধ্যে ২৫৮ ভোট পেয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হয়। এরপর নেপালের ফেডারেল পার্লামেন্টের ফেডারেল কোর্ট এই বিলটি নিয়ে আলোচনা করবে, যদি তা সুষ্ঠুভাবে গৃহীত হয়, তাহলে এই বিলটি প্রেসিডেন্টের সইয়ের পর আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040