ভারতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী ৩ লাখ ছাড়িয়েছে
  2020-06-13 19:12:39  cri

জুন ১৩: আজ (শনিবার) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত নতুন ১১৪৫৮জন রোগী পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে মোট ৩০৮,৯৯৩জন আক্রান্ত হলো। এখন পর্যন্ত মারা গেছে ৮৮৮৪জন এবং সুস্থ হয়েছে ১৫৪,৩৩০জন।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে নিশ্চিত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, মৃত্যুর হার হ্রাস পাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ১১ জুন পর্যন্ত ভারতে নভেল করোনাভাইরাসে মৃত্যুর হার ছিল ২.৮৩ শতাংশ। এক মাস আগে তা ছিল ৩.২৯ শতাংশ।

শনিবার পর্যন্ত ভারতের ৪টি রাজ্যে ১০ লাখেরও বেশি রোগী সনাক্ত হয়েছে। যার মধ্যে মহারাষ্ট্রে রোগীর পরিমাণ এক লাখ ছাড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে জানায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখনও ভয়াবহ প্রকোপ না ঘটলেও বড় ঝুঁকি রয়েছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040