চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্বজুড়ে কোভিড-১৯ প্রতিরোধে সহায়তা দিচ্ছে: মার্কিন তথমাধ্যম
  2020-06-12 19:26:25  cri

জুন ১২: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সম্প্রতি "চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্বজুড়ে কোভিড-১৯ প্রতিরোধে সহায়তা দিচ্ছে" শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশ করে। এতে বলা হয়, এবারের কোভিড-১৯ মহামারীতে, চীনের বাণিজ্য মহলের প্রতিনিধিরা, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের বাণিজ্য মহলের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে বিশ্বব্যাপী মানবিক ত্রাণ-তৎপরতা চালাচ্ছে।

চীনের সরকার সম্প্রতি "কোভিড-১৯ প্রতিরোধে চীনা কার্যক্রম" শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করে। এতে বলা হয়, বিশ্বের অন্য দেশকে চীন ইতিবাচকভাবে চিকিৎসা-সহায়তা দিচ্ছে। ৩১ মে পর্যন্ত চীনের স্থানীয় সরকার, শিল্পপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, ও বিভিন্ন ব্যক্তি নানা চ্যানেলের মাধ্যমে ১৫০টিরও বেশি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থাকে মহামারী প্রতিরোধক সামগ্রী দান করেছে।

এপির প্রবন্ধে বলা হয়, অনেক চীনা শিল্পপ্রতিষ্ঠান কোটি কোটি মার্কিন ডলার মূল্যের চিকিৎসা-সামগ্রী, খাদ্য ও নগদ অর্থ বিশ্বের অনেক দেশে পাঠিয়েছে। চীনের প্রধান ই-কমার্স প্লাটফর্ম জেডি জানায়, ব্রিটের হাসপাতালের জন্য কোম্পানি ৫০টি ভেন্টিলেটর, ৫০ লাখ মাস্ক, এবং অন্যান্য চিকিৎসা-সামগ্রী ও সরঞ্জাম দান করেছে। এ ছাড়া জেডি বিশ্বব্যাপী বিনামূল্যে অনলাইন চিকিৎসা ও মানসিক রোগের পরামর্শসেবা দিয়েছে।

চীনের আরেকটি ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এপ্রিলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যকে এক হাজার ভেন্টিলেটর দান করেন। জ্যাক মা ফাউন্ডেশান আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও এশিয়ার অন্যান্য দেশেও ভেন্টিলেটর ও মাস্কসহ অন্যান্য প্রতিরোধক-সামগ্রী পাঠায়।

চীনের আরেকটি কোম্পানি হায়ার পাকিস্তানে অবস্থিত তার কারখানার আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের মধ্যে খাদ্য বিতরণ করেছে।

"কোভিড-১৯ প্রতিরোধে চীনা কার্যক্রম" শীর্ষক শ্বেতপত্রে বলা হয়, চীনের কোভিড-১৯ মহামারী ঠেকানোর সবচেয়ে কঠিনের সময়ে, আন্তর্জাতিক অঙ্গন চীন ও চীনের জনগণকে মূল্যবান সমর্থন ও সাহায্য প্রদান করেছে। চীনা জাতি তা কখনওই ভুলবে না। চীন বরাবরই নিজের ক্ষমতার মধ্যে আন্তর্জাতিক অঙ্গনের কোভিড-১৯ প্রতিরোধের কাজে সমর্থন দিয়ে যাবে। (আকশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040