বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের ফোনালাপ
  2020-06-12 16:12:49  cri
জুন ১২: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার গ্রিগরিভিচ লুকাশেঙ্কো গতকাল (বৃহস্পতিবার) ফোনে কথা বলেন।

ফোনালাপে প্রেসিডেন্ট সি বলেন, কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পর দু'দেশ পরস্পরকে সহযোগিতা করেছে। চীন বেলারুশের সঙ্গে মহামারী প্রতিরোধের পরিকল্পনা ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে চায়। বেলারুশকে সেদেশে চীনা প্রবাসীদেরকে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান প্রেসিডেন্ট সি।

প্রেসিডেন্ট সি বলেন, চীন বেলারুশসহ আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা জোরদার করে মানবজাতির স্বাস্থ্যসংশ্লিস্ট অভিন্ন সম্প্রদায় গড়ে তুলতে চায়। চীন বরাবরই বেলারুশের নিজের অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ উন্নয়ন-পরিকল্পনাকে সমর্থন করে আসছে। দু'দেশের উচিত চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় সহযোগিতা জোরদার করা।

জবাবে লুকাশেঙ্কো বলেন, চীন বেলারুশকে ভাইরাস প্রতিরোধে শক্তিশালী সহায়তা দিয়েছে। বেলারুশ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়ন করতে চায়। বেলারুশ চীনের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় সহযোগিতা জোরদার করবে। তিনি প্রেসিডেন্ট সি-কে মহামারীর পর তার দেশ সফরের আমন্ত্রণও জানান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040