গানের মালা: পৃথিবীটা নাকি
  2020-06-12 16:05:40  cri

প্রিয় শ্রোতা, আশা করি ভাল আছেন। বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'গানের মালায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

সংগীত কোনো দেশের সীমা মানে না। সংগীতের জগতে ডুব দেওয়ার আনন্দই আলাদা। যে যেখানে যেভাবেই থাকুন-না-কেন, আসুন সংগীত উপভোগ করি।

পৃথিবীটা নাকি গানটি অন্যান্য গানগুলোর চাইতে বিষয় ও ধারা, দু দিক দিয়েই একটু আলাদা। আজকের এই যুগে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে আমরা কতভাবেই না অন্যদের সাথে সংযুক্ত, কিন্তু সেই প্রযুক্তির হাত ধরেই আপনজনদের কাছ থেকে যে আমরা কতটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি বা গেছি, তা কি আমরা মনে রাখি? শ্রোতাদের মধ্যে যারা শহুরে, তাদের হয়তো সেই একাকিত্বটুকু একটু বেশিই বাস্তব হয়ে ঠেকে। নগরায়ণ আর প্রযুক্তিগত সংযোগের মাঝে সেই নিঃসঙ্গতাই ফুটে উঠেছে এই গানটিতে – মহীনের ঘোড়াগুলির পৃথিবীটা নাকি।

গানটির কথা যখন লিখলাম, তখন মহীনের ঘোড়াগুলি ব্যান্ডটির কথা আলাদা করে বলতে হয়। শ্রোতাদের অনেকেই হয়তো জানেন যে মহীনের ঘোড়াগুলি উপমহাদেশের সবচেয়ে পুরোনো রক ব্যান্ডগুলোর মধ্যে একটি। জীবনানন্দ যেমন তাঁর সময়ে রবীন্দ্রনাথের প্রভাব থেকে বেরিয়ে এসে বাংলা সাহিত্যে একটি নতুন সাহিত্যধারাকে প্রতিষ্ঠিত করেছিলেন, মহীনের ঘোড়াগুলি ব্যান্ডটিও বাংলার সঙ্গীতজগতে অনেকটা সেভাবেই রক সঙ্গীতধারার প্রচলিত করে। ব্যান্ডটির নাম যে জীবনানন্দের কবিতা থেকেই নেওয়া, তা আর বিস্ময়ের কি? বাংলা ও উপমহাদেশীয় ব্যান্ড সঙ্গীতধারার উপর মহীনের ঘোড়াগুলির প্রভাব যে কি বিশাল, তা বোঝানোর জন্যে পৃথিবীটা নাকি গানটিই যথেষ্ট – গানটি প্রকাশের পরবর্তী বছরগুলোতে সীমান্তের এপার আর ওপার, দুই বাংলারই অনেক গায়কেরা গানটি গেয়েছেন বা সেটি দ্বারা অনুপ্রাণিত করেছেন। বাংলাদেশের নগরবাউল ব্যান্ডের জেমস এর গাওয়া বলিউড সঙ্গীত ভিগি ভিগি গানটি শুনলেই সেটি বোঝা যায়।

পৃথিবীটা নাকি

世界好像

পৃথিবীটা নাকি ছোট হতে হতে

世界好像正在逐渐变小

স্যাটেলাইট আর কেবলের হাতে

通过卫星和电缆之手

ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি,

就像放在客厅里昆虫盒子里的囚徒,

আহা হা হা, আ হা,

啊呀,啊呀,啊呀

আহা হা হা, আ হা,

啊呀,啊呀,啊呀

আহা হা হা হা…

啊呀,哈哈哈

ঘরে বসে সারা দুনিয়ার সাথে

坐在屋子里就像和整个世界在一起

যোগাযোগ আজ হাতের মুঠোতে

与别人的联系今天唾手可及

ঘুঁচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি,

打破了国家时间的界限

আহা হা হা, আ হা,

哎呀,哎呀,哎呀

আহা হা হা, আ হা,

哎呀,哎呀,哎呀

আহা হা হা হা…।

哎呀,哈哈哈

ভেবে দেখেছ কি?

你想过没?

তারারাও যত আলোকবর্ষ দূরে

星星也在多少光年之遥

তারও দূরে

甚至还要远的

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।

是你和我之间逐渐增大的距离

ভেবে দেখেছ কি ?

你想过没?

তারারাও যত আলোকবর্ষ দূরে

星星也在多少光年之遥

তারও দূরে

甚至还要远的

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে…।

是你和我之间逐渐增大的距离。

সারি সারি মুখ আসে আর যায়

多少脸庞来了又走

নেশাতুর চোখ টিভি পর্দায়

沉醉的眼睛盯着电视屏幕

পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি,

就像昆虫和火达成了约定,

আহা হা হা, আ হা,

哎呀,哎呀,哎呀

আহা হা হা, আ হা,

哎呀,哎呀,哎呀

আহা হা হা হা…

哎呀,哈哈哈

পাশাপাশি বসে একসাথে দেখা

坐在一起聚会见面

একসাথে নয় আসলে যে একা

但其实还是一人

তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি,

你的我的都是承租人的新圈套

আহা হা হা, আ হা,

哎呀,哎呀,哎呀

আহা হা হা, আ হা,

哎呀,哎呀,哎呀

আহা হা হা হা…

哎呀,哈哈哈

ভেবে দেখেছ কি ?

你想过没?

তারারাও যত আলোকবর্ষ দূরে

星星也在多少光年之遥

তারও দূরে

甚至还要远的

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।

是你和我之间逐渐增大的距离

ভেবে দেখেছ কি ?

你想过没?

তারারাও যত আলোকবর্ষ দূরে

星星也在多少光年之遥

তারও দূরে

甚至还要远的

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে…।

是你和我之间逐渐增大的距离。

স্বপ্ন বেচার চোরা কারবার

贩卖梦想的秘密生意

জায়গা তো নেই তোমার আমার

反正你我都没有地方盛放

চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দি,

这只是蒙着囚犯眼睛的游戏,

আহা হা হা, আ হা,

哎呀,哎呀,哎呀

আহা হা হা, আ হা,

哎呀,哎呀,哎呀

আহা হা হা হা…

哎呀,哈哈哈

তার চেয়ে এসো খোলা জানালায়

还不如来到打开的窗户边

পথ ভুল করে ভুল রাস্তায়

选择了错误的路来到了错误的大道上

হয়ত পেলেও পেতে পারি আরো সঙ্গী,

也许还能找到同路的伙伴

আহা হা হা, আ হা,

哎呀,哎呀,哎呀

আহা হা হা, আ হা,

哎呀,哎呀,哎呀

আহা হা হা হা…

哎呀,哈哈哈

ভেবে দেখেছ কি ?

你想过没?

তারারাও যত আলোকবর্ষ দূরে

星星也在多少光年之遥

তারও দূরে

甚至还要远的

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।

是你和我之间逐渐增大的距离

ভেবে দেখেছ কি ?

你想过没?

তারারাও যত আলোকবর্ষ দূরে

星星也在多少光年之遥

তারও দূরে

甚至还要远的

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে…।

是你和我之间逐渐增大的距离。

– মহীনের ঘোড়াগুলি

সুপ্রিয় শ্রোতা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আপনার পছন্দের গান বা কবিতাগুলো আমাকে পাঠিয়ে দিতে পারেন। এই গান ও কবিতার পেছনে আপনার গল্প বা অনুভূতিগুলোও আমাকে পাঠাতে পারেন। আমি বাছাই করে চীনা ভাষায় অনুবাদ করে অনুষ্ঠানে প্রচার করবো। কেমন?

আমার ইমেল ঠিকানা হচ্ছে: 1478605810@qq.com আশা করি আপনাদের সঙ্গে আরো অনেক সুন্দর সুন্দর গান বা কবিতার কথা শেয়ার করতে পারি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আবার কথা হবে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040