বন্ধুরা, আজকের অনুষ্ঠানের চীনের খুব জনপ্রিয় এক গায়ক, সুরকার ও প্রযোজক উ পাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। ১৯৯০ সালে আত্মপ্রকাশের পর থেকে এখন পর্যন্ত তিনি ২৮টি অ্যালবাম প্রকাশ করেছেন এবং অসংখ্য পুরস্কার পেয়েছেন। চীনা সংগীত মহলে সবচেয়ে জনপ্রিয় রক গায়ক হিসেবে পরিচিত তিনি। তার গানে এক ধরনের আকর্ষণ আছে: একবার শুনলে আবারও শুনতে মন চায় এবং তার সঙ্গে গান গাইতেও ইচ্ছে করে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো উ পাইয়ের সবচেয়ে জনপ্রিয় একটি গান 'নরওয়েজিয়ান বন'। গানটি একটি বিরহী প্রেমের গান, তবে উ পাইয়ের কণ্ঠ ও উষ্ণ গানের কথা মানুষকে সান্ত্বনা দেয়। চলুন গানটি শুনি। গান ১
উ পাইয়ের মূল নাম উ চুন লিন, তিনি ১৯৬৮ সালে তাইওয়ান প্রদেশের পেইচিনতিয়ানের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুল পাসের পর তিনি বিভিন্ন কাজ করেছিলেন। সে সময় তিনি নিজে গিটার বাজানো শিখেন এবং গান গাওয়া ও সুর তৈরি করা শুরু করেন। ১৯৯০ তিনি নিজের দুটি গান প্রকাশ করেন। ১৯৯২ সালে উ পাই তিনজন বন্ধুর সঙ্গে ব্যান্ড 'চায়না ব্লু' (China Blue) প্রতিষ্ঠা করেন এবং তিনি গিটারিস্ট ও প্রধান গায়কের ভূমিকা পালন করেন। সে বছর তিনি তার প্রথম অ্যালবাম 'ভালোবাসা একটি খুশির ব্যাপার' প্রকাশ করেন।
বন্ধুরা, এখন উ পাইয়ের আরেকটি গান 'হঠাৎ অহংবোধ' শুনুন। গান ২
'চায়না ব্লু' ব্যান্ড প্রতিষ্ঠার পর উ পাই বিভিন্ন অনুষ্ঠানে পারফরমেন্স করা শুরু করেন, আর তার বৈশিষ্ট্যময় রক গান অধিক থেকে অধিকতর মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ১৯৯৪ সালে উ পাই নতুন অ্যালবাম 'ভবঘুরে লোকের প্রেমের গান' প্রকাশ করেন। অ্যালবামটি বার্ষিক শ্রেষ্ঠ ১০ অ্যালবামের তালিকায় অন্তর্ভুক্ত হয়। অ্যালবামের প্রধান গান 'ভবঘুরে লোকের প্রেমের গান' অনেক জনপ্রিয় হয়। তিনি ওই গানের জন্য আরো পরিচিত হন। বন্ধুরা, এখন এই সুন্দর গানটি শুনুন। গান ৩
১৯৯৫ সাল থেকে উ পাই বিভিন্ন জায়গায় কনসার্ট আয়োজন করেন, আর কনসার্টের টিকিট বিক্রির রেকর্ড সৃষ্টি হয়। ১৯৯৬ সালে তিনি অ্যালবাম 'প্রেমের শেষ' প্রকাশ করেন। ১৯৯৭ সালে অ্যালবাম 'রকের রোমান্স' প্রকাশিত হয়। এ দুটি অ্যালবামই জনপ্রিয় হয়, আর 'রকের রোমান্স' অ্যালবামটি তাইওয়ানের বার্ষিক শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার পায় এবং উ পাই যুক্তরাষ্ট্রের বিলবোর্ডের এশীয় শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পান।
বন্ধুরা, এখন অ্যালবাম 'প্রেমের শেষে' উ পাইয়ের সবচেয়ে জনপ্রিয় একটি 'Last Dance' গানটি শুনবো। গানটি খুব কোমল ও মুগ্ধকর; এতে এক দম্পতির বিদায়ের গল্প বলা হয়েছে। এখন পর্যন্ত এই গান চীনের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।
বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৪
গত শতাব্দীর ৯০ দশকে উ পাইয়ের গান সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠে। চীনের বিভিন্ন প্রদেশ ছাড়া তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও জাপানেও অনেক কনসার্ট আয়োজন করেন এবং ব্যাপক জনপ্রিয়তা পান। তার কনসার্টে সবসময় দেখা যায় সব দর্শক তার সঙ্গে গান গাইছে। যেন, কনসার্টে উ পাইয়ে গান শুনতে নয়, বরং তার সঙ্গে গান গাইতে এসেছে! এটাই উ পাইয়ের গানের মনোহরণীয় বৈশিষ্ট্য। বন্ধুরা, এখন শুনুন উ পাইয়ের একটি জনপ্রিয় গান 'বিশ্বের প্রথম শ্রেণী।' গান ৫
উ পাই নিজে গান গাওয়ার পাশাপাশি অন্যান্য গায়কের জন্য অনেক গান রচনা করেছেন এবং এর মধ্যে অনেক গানই অত্যন্ত জনপ্রিয় হয়েছে। বন্ধুরা, এখন শুনবো চীনের জনপ্রিয় গায়ক চাং শুয়েই ইয়ৌর জন্য রচিত উ পাইয়ের রক গান 'যদি এটা ভালোবাসা নয়'। গানটি ২০০১ সালে প্রকাশিত হয়, গানে ভালোবাসার প্রতি গায়কের ভাবনা, সন্দেহ ও উদার মনোভাব প্রতিফলিত হয়। বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ৬
উ পাইয়ের রক গানের ছন্দ শক্তিশালী, কথা সহজ, তবে তার কণ্ঠ অনেক আকর্ষণীয়, বার বার শুনলেও একঘেয়ে লাগে না। তার বৈশিষ্ট্যময় রক সংগীত এক সময় চীনের সংগীত প্রবণতার নেতৃত্ব দিয়েছে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা উ পাইয়ের আরও একটি জনপ্রিয় গান 'তোমার সঙ্গে থাকি চিরদিনের মতো' শুনবো। আশা করি আপনারা তার গান পছন্দ করবেন। গান ৭