অবলীলায় মিথ্যা কথা বলছেন মাইক পম্পেও: সিআরআই সম্পাদকীয়
  2020-06-10 20:08:02  cri
জুন ১০: প্রায়ই মিথ্যা কথা বলতে অভ্যস্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি আবারও চীনের বিরুদ্ধে অনুমানভিত্তিক অভিযোগ করেছেন। তিনি বলেন, আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে চীন। মাইক পম্পেও চীনের সঙ্গে আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুকে সংযুক্ত করে চীনের বিরুদ্ধে অনুমানভিত্তিক কথা বলছেন, যা অনেককে অবাক করেছে।

জর্জ ফ্লয়েডের মৃত্যুতে মার্কিন সমাজের ব্যবস্থামূলক বর্ণবৈষম্য ফুটিয়ে তুলেছে, যা বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করেছে। জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশটির সাবেক চার জন প্রেসিডেন্টসহ অনেক ব্যক্তি বিবৃতি দিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্যপূর্ণ কর্মকান্ডের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন করেছে জনতা। যুক্তরাষ্ট্রের এ পরিস্থিতি কিভাবে সৃষ্টি হলো? চীনের গণমাধ্যমের উস্কানিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হয়েছে? যুক্তরাষ্ট্রের সড়কের মোড়ে মোড়ো স্লোগান থেকে বোঝা যায় যে, মাইক পম্পেও মিথ্যা কথার অনুরাগী।

মানুষ স্পষ্টই লক্ষ্য করছে যে, কোভিড-১৯ মহামারী প্রাদুর্ভাবের পর থেকে মাইক পম্পেও'র মতো একশ্রেণির মার্কিন রাজনীতিক মহামারী প্রতিরোধে চেষ্টা চালাননি। পরিবর্তে তারা পাগলা কুকুরের মতো মানুষকে কামড় দিতেই যেন ব্যস্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ প্রতিরোধের কার্যক্রমেও তারা বিরক্ত। দেশে তারা কোভিড-১৯ মহামারী প্রতিরোধের ওপর মনোযোগ দিচ্ছেন না। বরং বর্ণবৈষম্যপূর্ণ বক্তব্য প্রকাশ করে যাচ্ছেন। যার ফলে বর্তমানে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।

চীন বরাররই অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না চীন। যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্যপূর্ণ কাজের চীন সমালোচনা করে। জর্জ ফ্লয়েডের বেদনাদায়ক ঘটনাকে চীন ব্যবহার করছে না, বরং খোদ মাইক পম্পেও ব্যবহার করছেন! (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040