বাংলাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৪৫ মৃত্যু, শনাক্ত রেকর্ড ৩১৭১
  2020-06-09 20:14:38  cri

দেশে করোনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয়েছে। এদিন সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে রেকর্ড ৩ হাজার ১৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ সব তথ্য জানানো হয়। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৯৭৫ জন আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭২ হাজার। ২৪ ঘন্টায় ৭২৭ জনসহ সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন। উপসর্গ নিয়ে বরিশাল ও গাজীপুরে এক চিকিৎসকসহ ২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক, যুগ্মসচিব ফখরুল কবির। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040