কীবেরা বস্তির মাত্র আড়াই বর্গকিলোমিটার এলাকায় কয়েক লাখ মানুষ বাস করে। এখানে একদল বাচ্চা বাস্তব জীবন রেকর্ড করতে ক্যামেরা ব্যবহার করার চেষ্টা করেন।
এই বস্তিতে একটি টিভি স্টেশন রয়েছে "স্পার্কলিং কীবেরা" নামে। "স্পার্কলিং কীবেরা" টিভি স্টেশন হলো কীবেরা বস্তির বাচ্চাদের নিয়ে তৈরি একটি নিউজ ক্লাব। প্রযোজক মাতুরি ছাড়া সাংবাদিক, ভিডিওগ্রাফার এবং উপস্থাপকরা সবাই বাচ্চা যারা কীবেরায় বেড়ে উঠেছে তারা কীবেরার সবকিছু গভীরভাবে রেকর্ড করে।