অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার দারিদ্র্যবিমোচন এবং কর্মসংস্থান: দরিদ্রতা থেকে দূরে দুই লাখেরও বেশি দরিদ্র পরিবার
  2020-06-09 15:10:23  cri

চীনের "সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য দিবস" আসছে। প্রতিবেদক ১ জুন সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় থেকে জানতে পারে যে, দেশজুড়ে প্রায় ২ হাজারেরও বেশি অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান কর্মশালা চলছে এবং প্রায় ৫লাখ লোককে কাজ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দরিদ্রতা থেকে দূরে দুই লাখেরও বেশি দরিদ্র পরিবার মুক্ত হয়েছে। বিভিন্ন অঞ্চল "অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার শপিং ফেস্টিভাল" এবং অন্যান্য কার্যক্রমেরও আয়োজন করা হবে। অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার প্রচার করা হবে এবং দরিদ্রতা কাটিয়ে উঠতে সহায়তা করা হবে।

সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার বিভাগের প্রথম স্তরের পরিদর্শক ওয়াং চেনইয়াং বলেন যে, অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার গৃহ-ভিত্তিক কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে অনন্য সুবিধা দিয়েছে এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়াং বলেন, "এখন পর্যন্ত, চীনে ২ হাজারেরও বেশি অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার দারিদ্র্যবিমোচন ও কর্মশালা রয়েছে যা প্রায় ২.২ হাজারেরও বেশি অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার প্রকল্প পরিচালিত হয়, প্রায় ১ লাখ ৮০ হাজার লোককে প্রশিক্ষণ দিয়েছে, প্রায় ৫০ হাজার কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে এবং ২০ হাজারেরও বেশি দরিদ্র পরিবারকে দরিদ্রতা থেকে মুক্তি দিয়েছে।"

প্রতি বছরের জুন মাসের দ্বিতীয় শনিবার "সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য দিবস"। নভেল করোনাভাইরাস নিউমোনিয়ার প্রভাবে এবারের "সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য দিবস" ইন্টারনেট প্ল্যাটফর্মে চালু হয়ে। এর অন্যতম হাইলাইট হলো "অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার শপিং ফেস্টিভ্যাল"। আলিবাবা, জেডি, সুনিং, পিন্ডুডুও, মেইথুয়ান, কোওয়াই শো এবং অন্যান্য নেটওয়ার্ক প্ল্যাটফর্ম হেরিটেজ সম্পর্কিত ইউনিট, উদ্যোগ এবং দারিদ্র্যবিমোচনের কর্মশালা একত্রিত করবে এবং বিভিন্ন নেটওয়ার্ক প্ল্যাটফর্মে বিক্রয় কার্যক্রম চালাবে।

জানা গেছে, "সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য দিবস", "অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার ক্লাউড প্রদর্শনী", অনলাইন অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার ফুড ফেস্টিভাল, অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার লাইভ কনসার্টের জনপ্রিয়তা এবং প্রচারকে প্রসারিত করার জন্য একই সময়ে বড় নেটওয়ার্ক প্ল্যাটফর্মও চালু করা হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040