'বড় চোখ'
  2020-06-09 15:37:30  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী মেং রান'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৮৯ সালের ২৪ মার্চ ইনারমঙ্গোলিয়ার উলানহোটে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, লেখক ও সংগীতজ্ঞ। ২০১২ সালের জানুয়ারি মাসে তিনি নিজের রচিত গান প্রকাশ করেন। একই বছরের এপ্রিল মাসে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের অধিকাংশ সংগীত মেং রানের নিজস্ব রচনা। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'সময়ের উপসাগর' শীর্ষক গান। মেং রান কন্ঠশিল্পী লেং মো'র সঙ্গে গানে কন্ঠ দেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মেং রান'র কন্ঠে 'সময়ের উপসাগর' শীর্ষক গান। ২০১৩ সালে তিনি কন্ঠশিল্পী স্যিয়াও দুও ও লেং মো'র সঙ্গে গান প্রকাশ করেন। একই বছরে তাঁর গান বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় শীর্ষ পুরষ্কার লাভ করে। এর মাধ্যমে তিনি সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'ভালবাসার কিংবদন্তি' শীর্ষক গান। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। প্রথম গেয়েছেন বিখ্যাত কন্ঠশিল্পী চাং জিয়ে। গানটিতে বলা হয়েছে: আগামীকাল দূরে নয়। স্বপ্ন তাড়া করতে বন্ধু লাগে না। প্রাথমিক হৃদস্পন্দনের অনুভূতি পরিবর্তিত হবে না। আগামীকালে আমরা একসঙ্গে রওয়ানা করবো।

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন মেং রান'র কন্ঠে 'ভালবাসার কিংবদন্তি' শীর্ষক গান। ২০১৪ সালের মার্চ মাসে তিনি কন্ঠশিল্পী লং ফেই'র সঙ্গে গান প্রকাশ করেন। একই বছরের মে মাসে তিনি বেইজিং টিভি কেন্দ্রের টিভি শোতে অংশ নেন। ২০১৬ সালের অগাষ্ট মাসে তিনি 'বড় চোখ' নামের গান প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে গানটি শোনাবো। গানটিতে বলা হয়েছে: o baby love me love me, বড় চোখ পিট পিট করে। honey honey, আমার মনের কথা শুনো। kiss me kiss me, কোন চিন্তা করবে না। তুমি অপেক্ষা করছো কি? আমার কাছে এসো।

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন মেং রান'র কন্ঠে 'বড় চোখ' শীর্ষক গান। তিনি ছয় বছর বয়স থেকে পিয়ানো শিক্ষা শুরু করেন। কিন্তু তিনি গান গাইতে বেশি পছন্দ করতেন। সেজন্য তিনি সিনিয়র বিদ্যালয়ের সময় শেনইয়াং সংগীত একাডেমিতে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের আগে তিনি নিজস্ব সংগীত রচনা করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'দুঃখের ভালবাসা' শীর্ষক গান। গানটি ২০১৫ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: একা দীর্ঘ রাতে বসে আছি। কানে তোমার প্রতিশ্রুতি ভেসে আসে। আমি হঠাত্ বুঝতে পারি যে, আগের ভালবাসা হারিয়ে গেছে।

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন মেং রান'র কন্ঠে 'দুঃখের ভালবাসা' শীর্ষক গান। স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য মেং রান শেনইয়াংয়ে কোনো কোনো পাবে গান গাওয়া শুরু করেন। তিনি প্রতিদিন পাবে ৩০ থেকে ৪০টি গান গাইতেন। এ কঠিন কাজ তিনি কয়েক মাসের মতো করেছিলেন। এর ফলে তাঁর ভোকাল কর্ড ক্ষতিগ্রস্থ হয় এবং গানটি চালিয়ে যেতে পারছিলেন না। এখন শোনাবো তাঁর কন্ঠে 'যদি তুমি না থাকো' শীর্ষক গান। গানটি ২০০৭ সালে রিলিজ হয়। প্রথম গেয়েছেন চীনের হংকংয়ের বিখ্যাত নারী কন্ঠশিল্পী মো ওয়েন ওয়েই। আশা করি, আপনারা মেং রান'র কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মেং রান'র কন্ঠে 'যদি তুমি না থাকো' শীর্ষক গান। তিনি দুই বছর বিশ্রাম নেয়ার পর বুঝতে পারেন যে, নিজের ভোকাল কর্ড ভাল হয়েছে। সেজন্য তিনি পুনরায় সংগীতজগতে ফিরে আসেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'যে মানুষ, আমি তাকে ভালবাসি' শীর্ষক গান। গানটি ২০০২ সালে রিলিজ হয়। প্রথম গেয়েছেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী ছেন স্যিয়াও ছুন। আশা করি, আপনারা মেং রান'র কন্ঠে গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040