৫০ জেলা ও ৪০০ উপজেলা রেডজোন, রাজধানী ৩৮ এলাকা ইয়েলো জোন ঘোষণা
  2020-06-07 19:49:24  cri

করোনা সংক্রমণ রোধে দেশের ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে রেড জোন দেখিয়ে পুরোপুরি লকডাউনের প্রস্তুতি চলছে। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ঘোষণা দেয়া হয়।

কম সংক্রমিত এলাকা বা ইয়েলো জোন দেখানো হচ্ছে ৫টি বিভাগ, ১৩ জেলা ও ১৯টি উপজেলাকে। আর রাজধানী ঢাকার ৩৮টি এলাকাকে ইয়েলো জোন ঘোষণা করে আংশিক লকডাউনের প্রস্তুতি চলছে। রাজধানীর উত্তর সিটির রাজাবাজারের ২৭ নম্বর ওয়ার্ড ও দক্ষিণ সিটির ওয়ারির কিছু এলাকাকে রেড জোন ঘোষণার প্রস্তুতি চলছে। আর লকডাউন নয় বা গ্রিন জোন দেখানো হচ্ছে ঝিনাইদহ জেলা ও ৭৫টি উপজেলাকে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040