রোববারের আলাপন-200607
  2020-06-07 17:27:29  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

আকাশ: বড় ভাই, পয়লা জুন একটি বিশেষ দিন, আপনি কি জানেন তা কোন দিন?

আলিম: না, আমি জানি না। কোন দিন?

আকাশ: এদিন হলো আন্তর্জাতিক শিশু দিবস। এখন এ বিশেষ সময়ে অনেক শিশু স্কুলে ফিরে যাচ্ছে। অনেকে বাসায় আছে কোয়ারিন্টিনে। বিশ্বের অনেক দরিদ্র অঞ্চলের শিশুদের সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষমতা নেই। তারা ভুগছে। তাদের যথেষ্ট খাবার নেই, পরিস্কার খাবার পানি নেই, বসবাসের ভাল জায়গা নেই, স্কুলে যাওয়ার সুযোগও নেই। এ সব শিশুর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। আপনি কী বলেন?

আলিম:...

আকাশ: আচ্ছা, আমরা কোভিড-১৯ বিষয়ে ফিরে আসি এখন, কেমন?

বড় ভাই, আগের এক অনুষ্ঠানে আমাদের দাড়িওয়ালা মামার গল্প করেছিলাম; মনে আছে?

আলিম: অবশ্যই। বন্ধুরা, গত অনুষ্ঠানে, আমরা একটি গল্প শেয়ার করেছি। একজন দাড়িওয়ালা ভদ্রলোক, যার নাম হচ্ছে আব্বাসি। তাঁর বয়স ৬০ বছর। উনি চীনের রাজধানী বেইজিংয়ের একটি আবাসিক এলাকায় বাস করেন। সাম্প্রতিক কালে, তিনি প্রতিদিনই সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন।

আকাশ: বড় ভাই, আমরা আজকে তাঁর কিছু নতুন গল্প বন্ধুদের সাথে শেয়ার করব, কেমন?

আলিম:

আকাশ: চীনের জনগণের অভিন্ন প্রচেষ্টায় কোভিড-১৯ মহামারী ক্রমে ক্রমে নিয়ন্ত্রণে এসেছে। আব্বাসি ভাই ইতোমধ্যে আবাসিক এলাকার সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন এক মাসেরও বেশি হয়ে গেল। একদিন আবার সাংবাদিককে দেখার সময় তিনি আরেকটি উষ্ণ গল্প ভাগাভাগি করেন।

তিনি বলেন,

আলিম: 'আপনি দেখেন, আমার মাস্ক হচ্ছে এক্সট্রা লার্জ। এধরনের বড় আকারের মাস্ক বাজারে পাওয়া যায় না। বেইজিংয়ের ছাও ইয়ান জেলায় অবস্থিত একটি মাস্ক কারখানায় আমাদের অবাসিক কমিউনিটির প্রধান গিয়েছিলেন। তিনি সেখানে আমার জন্য বিশেষ করে এ ধরনের বড় আকারের মাস্কের অর্ডার দেন। যদি আমি স্বাভাবিক মাস্ক পরি, তবে আমাকে তিনটা মাস্ক একসঙ্গে ব্যবহার করতে হবে। আমার মুখভর্তি দাড়ি থাকায় এমনটা হবে।'

আকাশ: আবাসিক কমিউনিটির জনৈক কর্মকর্তা সাংবাদিককে বলেন, 'আব্বাসি ভাই আগে স্বাভাবিক মাস্ক পড়তেন। কিন্তু বড় দাড়ির কারণে, তার মুখ সম্পূর্ণ ঢাকতো না। ব্যাকটেরিয়া ও ভাইরাস ভিতরে ঢুকার ঝুঁকি রয়েছে। এজন্য আমরা তাঁর জন্য বিশেষ করে এ এক্সট্রা লার্জ আকারের মাস্ক অর্ডার করি।' আর আব্বাসি হাসতে হাসতে বলেন,

আলিম: 'আমি আগে ভাবতাম যে, দাড়ি ফিল্টারের মতো কাজ করবে!'

আকাশ: আবাসিক কমিউনিটির কর্মকর্তা আব্বাসিকে অনেক কেয়ার করেন। আব্বাসি ভাই বলেন,

আলিম:'তারা আমাকে অনেক কেয়ার করেন। তাদের কেয়ারিং ছাড়া, আমি কাজ করতে পারতাম না। তাঁদের কেয়ারিং আমাকে কাজে উৎসাহিতও করে।'

আকাশ: বড় ভাই, এ দাড়িওয়ালা মামার গল্প আমার মনে ছাপ ফেলেছে। আমি বাংলা ভাষা শেখার সময় একটি বাক্য শুনেছিলাম, যা এখনও মনে আছে: দশ জন, এক মন। ভাইরাস অনেক নিষ্ঠুর বটে। কিন্তু তা যতই নিষ্ঠুর হোক না কেন, যদি আমাদের মন থাকে, তাহলে আমরা অবশ্যই কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে বিজয়ী হতে পারব।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040