রোববার থেকে রাজধানী ঢাকায় এলাকাভিত্তিক লকডাউন
  2020-06-06 19:08:22  cri

করোনা সংক্রমণের মাত্রা বিবেবচনা করে রোববার থেকে রাজধানীতে এলাকাভিত্তিক লকডাউন চালু করতে যাচ্ছে সরকার। শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

মন্ত্রী জানান, গত দু'সপ্তাহে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়লেও সরকার আর দেশব্যাপী সাধারণ ছুটিতে যাবে না। তার বদলে রাজধানীসহ সারাদেশকে রেড, ইয়োলো ও গ্রিন জোনে ভাগ করে লকডাউন চালু করবে। মন্ত্রী জানান সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ এলাকাকে রেডজোন ঘোষণা করে সে এলাকে সম্পূর্ণ অবরুদ্ধ ঘোষণা করা হবে। সেখানে কেউ ঢুকতে ও বের হতে পারবে না।

এদিকে দেশের প্রথম রেড জোন ঘোষিত কক্সবাজার পৌর এলাকায় শনিবার ওষুধের দোকান ছাড়া বাদবাকি অফিস-আদালত, দোকানপাট, মার্কেট সব বন্ধ রয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040