কোস্টারিকার প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের ফোনালাপ
  2020-06-06 18:38:02  cri

জুন ৬: গত শুক্রবার সন্ধ্যায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কোস্টারিকার প্রেসিডেন্ট কার্লোস আলভারাদোর সঙ্গে ফোনে কথা বলেন।

ফোনালাপে সি চিন পিং বলেন, কোভিড-১৯ মহামারীর প্রকোপ দেখা দেওয়ার পর, কোস্টারিকা চীনকে চিকিৎসাসামগ্রী দিয়ে সহায়তা করেছে। এ বন্ধুত্বপূর্ণ আচরণের কথা চীন মনে রাখবে। ল্যাটিন আমেরিকায় কোভিড-১৯ প্রতিরোধক সহযোগিতায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে, চীন কোস্টারিকাকে প্রতিরোধকমূলক ত্রাণসামগ্রী দিয়েছে এবং কোভিড-১৯ প্রতিরোধক অভিজ্ঞতা বিনিময় করতে ভিডিও-সম্মেলেন আয়োজন করেছে। বতর্মানে ল্যাটিন আমেরিকায় মহামারী পরিস্থিতি কঠিন। এ অবস্থায় চীন কোস্টারিকাকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যেতে ইচ্ছুক। কোস্টারিকার চাহিদা অনুযায়ী চীন নিজ ক্ষমতার আওতায় সাহায্য দেবে।

সি চিন পিং আরও বলেন, চীন কোস্টারিকার সঙ্গে একযোগে আন্তর্জাতিক কোভিড-১৯ প্রতিরোধক সহাযোগিতা জোরদার করে উন্নয়নশীল দেশগুলোর মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে শরিক হবে এবং বিশ্বের গণস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করবে।(আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040