চীনের ৫জি বাণিজ্যের প্রথম বার্ষিকী
  2020-06-06 17:01:34  cri

জুন ৬: আজ (শনিবার) চীনের ৫জি বাণিজ্যের প্রথম বার্ষিকী। গেল এক বছরে চীনের ৫জি নেটওয়ার্ক নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়েছে।

২০১৯ সালের ৬ জুন চায়না টেলিকম, চায়না মোবাইল, চায়না ইউনিকম, চায়না রেডিও এবং টেলিভিশন পর্যায়ক্রমে ৫জির বাণিজ্যিক অনুমোদন পায় এবং চীনও আনুষ্ঠানিকভাবে ৫জি যুগে প্রবেশ করে। চলতি বছর মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং উত্পাদন পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৫জি প্রযুক্তি। এখন চীনে প্রতিসপ্তাহে নতুন ১০ হাজারটি ৫জি বেসস্টেশন নির্মিত হচ্ছে।

এদিকে, চীনের জেলা ও উপজেলা পর্যায়ে ৫জি নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। চলতি বছরের শেষ দিকে চীনে ৫জি বেসস্টেশনের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে যাবে।(শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040