চীনে দরিদ্র অঞ্চল থেকে অন্য জায়গায় চাকরি করতে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছে
  2020-06-06 16:32:35  cri
জুন ৬: চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্যবিমোচন কার্যালয়ের সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে কোভিড-১৯ মহামারী প্রতিরোধ ও দারিদ্র্যবিমোচনের কাজ এগিয়ে যাচ্ছে। আর গত মে পর্যন্ত দেশের দরিদ্র অঞ্চলগুলো থেকে অন্যান্য জায়গায় চাকরি করতে যাওয়া মানুষের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। দারিদ্র্যবিমোচনসংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান ও কারখানাগুলোও পুনরায় খুলেছে।

জানা গেছে, চীনের এক স্থান থেকে অন্য স্থানে কাজ করতে যাওয়া মানুষের সংখ্যা ২ কোটি ৭৫ লাখ ৭ হাজার, যা গত বছরের চেয়ে বেশি। এর মধ্যে ১৭টি প্রদেশের মানুষের অন্য জায়গায় কাজ করতে যাওয়ার সংখ্যা গত বছরের তুলনা বেড়েছে।

এদিকে, মধ্য ও পশ্চিম চীনে ৩ লাখ ৭৩ হাজার ৬০০টি দারিদ্র্যবিমোচনসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আর ২৮ হাজার ৬৬০টি দারিদ্র্যবিমোচনসংশ্লিষ্ট কারখানায় পুনরায় কাজ শুরু হয়েছে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040