প্রকৃতির যত্ন নেওয়া এবং পৃথিবীতে একটি অভিন্ন সমাজ গড়ে তোলা শীর্ষক সিআরআই সম্পাদকীয়
  2020-06-05 19:15:41  cri
জুন ৫: শুক্রবার হলো জাতিসংঘ নির্ধারিত বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭৩ সালে বিশ্বের পরিবেশ রক্ষার চেতনা উন্নয়ন এবং সংশ্লিষ্ট পরিবেশ সুরক্ষায় উত্সাহ দিতে বিশ্ব পরিবেশ দিবস নির্ধারিত হয়। এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য: 'প্রকৃতির যত্ন নিতে আর দেরি নয়।' জীববৈচিত্র্যের ওপর গুরুত্ব দিতে হবে। মানবজাতি ও প্রকৃতির মধ্যে সম্প্রীতিময় সভ্যতা গড়ে তুলতে হবে। যৌথভাবে পৃথিবীতে একটি অভিন্ন সমাজ গড়ে তুলতে হবে। সিআরআই সম্পাদকীয় এসব বিষয় উল্লেখ করেছে।

১৯৯২ সালে বিশ্বের প্রথম দফা 'জীববৈচিত্র্য সম্পর্কিত কনভেনশনে' অনুমোদন দেওয়া দেশের মধ্যে চীন অন্যতম। সে বছর চীন জীববৈচিত্র্য সুরক্ষা কমিশন গড়ে তোলে এবং 'চীন জীববৈচিত্র্য সুরক্ষা কর্ম পরিকল্পনা' প্রণয়ন করে। চীন নব্যতাপ্রবর্তন, সমন্বিত, সবুজ, উন্মুক্ত এবং অভিন্ন উন্নয়নের ধারণা মেনে চলে। এতে করে চীনের প্রাকৃতিক পরিবেশ নির্মাণে ব্যাপক সাফল্য অর্জিত হয়। যুক্তরাষ্ট্রের নাসার গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত খবরে বলা হয়, নাসার উপগ্রহ পর্যবেক্ষণে দেখা যায়, গত ২০ বছর ধরে বিশ্ব ধীরে ধীরে সবুজ হচ্ছে। এতে চীন ও ভারতের অবদান বেশি।

গত ২২ মে মাসে ২০তম আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্যে চীনের প্রাকৃতিক পরিবেশমন্ত্রী হুয়াং রুন ছিউ বলেন, চীনে বিভিন্ন প্রাকৃতিক সংরক্ষণ এলাকার সংখ্যা মোট ১১ হাজার ৯০০টি। এর মোট আয়তন ১৭ কোটি হেক্টর। যা চীনের মোট আয়তনের ১৮ শতাংশ। চীন নির্দিষ্ট সময়ের আগে 'আইছি টার্গেটস' বাস্তবায়ন করেছে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040