বিশ্ব ভ্যাকসিন-সংক্রান্ত শীর্ষসম্মেলন শুরু
  2020-06-05 19:09:51  cri
জুন ৫: বিশ্ব ভ্যাকসিন-সংক্রান্ত শীর্ষসম্মেলন গতকাল (বৃহস্পতিবার) অনলাইনে শুরু হয়েছে। এই ভিডিও সম্মেলনে সভাপতিত্ব করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই শীর্ষসম্মেলনে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলিকে যৌথভাবে টিকা দেওয়া, রোগের বিরুদ্ধে লড়াই এবং জীবন বাঁচাতে সহায়তা তহবিল গঠনের আহ্বান জানানো হয়।

৫০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস ও ইমিউনাইজেশনস (জিএভিআই) এর জন্য অন্তত ৭.৪ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা এর উদ্দেশ্য।

জনসন তার উদ্বোধনী ভাষণে বলেন, এ সম্মেলন গোটা বিশ্বের রোগের বিরুদ্ধে লড়াইয়ে একত্রে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সময়। আগামী পাঁচ বছর ভ্যাকসিনের টিকা দেওয়ার জন্য গ্লোবাল অ্যালায়েন্সকে ১.৬৫ বিলিয়ন পাউন্ড প্রায় ২.০৭ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেবে ব্রিটেন।

গ্লোবাল ভ্যাকসিন টিকা জোট বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর ভ্যাকসিনের টিকা নেওয়ার জন্য কাজ করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ শিশু তহবিল এবং গ্লোবাল অ্যালায়েন্স আগে সতর্ক করে বলে যে, স্বাভাবিক টিকা কার্যক্রমে প্রভাব ফেলেছে কোভিড-১৯ মহামারী। এতে এক বছরের কম বয়সী প্রায় ৮ কোটি শিশু প্রভাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040