অবাধ বাণিজ্য চুক্তি-সিপিটিপিপিকে স্বাগত জানায় চীন
  2020-06-05 12:53:55  cri
জুন ৪: কানাডা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশের অবাধ বাণিজ্য চুক্তি বা সিপিটিপিপিকে স্বাগত জানায় চীন। এ বিষয়ে চীনের মতামত উন্মুক্ত বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং। গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চীন স্বচ্ছ ও কল্যাণকর আঞ্চলিক অবাধ বাণিজ্য ব্যবস্থাকে সমর্থন করে। সিপিটিপিপি'সহ যে কোনও আঞ্চলিক অবাধ বাণিজ্য চুক্তি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে চললে এবং অর্থনীতির বিশ্বায়ন ও আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের জন্য অনুকূল হলে এবং মানবজাতির অভিন্ন কমিউনিটি গঠনে উপকার হলে চীন তাকে সমর্থন জানাবে।

তিনি বলেন, চীন দৃঢ়ভাবে বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা রক্ষা করবে এবং প্রতিবেশী দেশ ও 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত উচ্চ মানের অবাধ বাণিজ্য ব্যবস্থা গঠনকে স্বাগত জানায়। চীন আশা করে, সংশ্লিষ্ট পক্ষগুলো মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনের লক্ষ্যে অর্থনীতির বিশ্বায়ন ও অবাধ বাণিজ্য রক্ষা করবে।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040