উন্নয়নশীল দেশগুলোতে টিকা ব্যবহারের সুযোগ দেবে চীন
  2020-06-04 19:16:37  cri
জুন ৪: চীন উন্নয়নশীল দেশগুলোতে টিকা ব্যবহারের সুযোগ দেবে ও মানবজাতির অভিন্ন স্বাস্থ্যের সমাজ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি জিয়ান আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।

উল্লেখ্য, বিশ্ব টিকা সম্মেলন বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত হবে। চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সম্মেলনে ভাষণ দেবেন।

এ সম্পর্কে মুখপাত্র বলেছেন, চীন সরকার মানবজাতির অভিন্ন ভাগ্যের সমাজের ধারণা মেনে চলে এবং বিশ্বের জনস্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব দেয়। ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের অনলাইন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাব ও ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করছে চীন।

চীন সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব টিকা ও ইমিউনিটি জোটসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে সহায়তা দিয়ে যাবে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040