ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখেরও বেশি, মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে মহামারী পরিস্থিতি উদ্বেগজনক
  2020-06-04 19:11:29  cri
জুন ৪: ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) জানায়, এদিন করোনাভাইরাসে নতুন ৮৯০৯জন রোগী পাওয়া গেছে; যা সর্বোচ্চ রেকর্ড। এতে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো। ভারতে দুই মাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছে। তবে, ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন, মহামারীর চূড়ান্ত অবস্থা এখনও আসেনি।

এদিকে, মধ্য ও দক্ষিণ আমেরিকার অনেক দেশে মহামারীর তীব্র বিস্তারে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- হু। স্থানীয় অবস্থা অনুযায়ী অন্যান্য দেশের সফল অভিজ্ঞতা এবং জ্ঞানের সমন্বয় করতে এসব দেশকে অনুরোধ জানায় হু।

এদিন, ১৫ জুন থেকে জার্মান সরকার স্পেন ছাড়া ইইউ সদস্য দেশগুলোতে ভ্রমণ সতর্কতা বাতিল করার ঘোষণা দিয়েছে।

আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুসারে, আফ্রিকার দেশগুলোতে মোট ১৫ লাখ ২২ হাজার ৪৪২জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে; মারা গেছে ৪৩৪৪জন। অন্যদিকে সুস্থ হয়েছে ৬৩,৬৬১জন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040